ড. ইউনূসকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ফোন

অনলাইন ডেস্ক: বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানের ফোনালাপ অনুষ্ঠিত হয়েছে। এ ফোনালাপে তারা সকল ধর্মের মানুষের অধিকার রক্ষার বিষয়ে তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।

স্থানীয় সময় সোমবার, হোয়াইট হাউসের ওয়েবসাইটে এক বিবৃতির মাধ্যমে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, “জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান আজ বাংলাদেশ সরকারের অন্তর্বর্তী প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে কথা বলেছেন। বাংলাদেশের এই চ্যালেঞ্জিং সময়ে নেতৃত্ব দেয়ার জন্য প্রধান উপদেষ্টা ইউনূসকে ধন্যবাদ জানিয়েছেন সুলিভান।”

বিবৃতিতে আরও বলা হয়েছে, “ধর্ম নির্বিশেষে সব মানুষের মানবাধিকারের প্রতি সম্মান প্রদর্শন ও তা সুরক্ষার ক্ষেত্রে নিজেদের প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন উভয় নেতা। একটি সমৃদ্ধ, স্থিতিশীল ও গণতান্ত্রিক বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন জ্যাক সুলিভান। বাংলাদেশ যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হবে, সেগুলো মোকাবিলায় যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থনের কথা উল্লেখ করেছেন তিনি।”

এখানে, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট এবং দুই দেশের সম্পর্কের ভবিষ্যৎ উন্নতি সম্পর্কে যে প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়েছে, তা ভবিষ্যতে আরও দৃঢ় এবং ফলপ্রসূ হতে পারে বলে আশা করা হচ্ছে।

Related Articles

Back to top button