সিলেট-রাজশাহীর ম্যাচ দিয়ে মাঠে গড়াবে বিপিএল

অনলাইন ডেস্ক: অবশেষে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসরের সূচি প্রকাশ করেছে বিসিবি। আগামী ২৬ ডিসেম্বর সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে গড়াবে নতুন মৌসুম। উদ্বোধনী দিনেই মাঠে নামবে স্বাগতিক সিলেট টাইটানস ও রাজশাহী ওয়ারিয়র্স। আর সন্ধ্যার খেলায় মাঠে নামবে নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালস।
ফাইনাল অনুষ্ঠিত হবে ২৩ জানুয়ারি মিরপুর স্টেডিয়ামে। ২৪ জানুয়ারি রাখা হয়েছে রিজার্ভ ডে হিসেবে।
তিন ভেন্যু—সিলেট, চট্টগ্রাম ও ঢাকায় তিন পর্বে অনুষ্ঠিত হবে এবারের বিপিএল। সিলেট পর্ব শেষ হবে ২ জানুয়ারি। এরপর দুই দিন বিশ্রামের পর ৫ জানুয়ারি শুরু হবে চট্টগ্রাম পর্ব। যা চলবে ১২ জানুয়ারি পর্যন্ত। এরপর ১৫ জানুয়ারি থেকে ঢাকায় শুরু হবে চূড়ান্ত পর্ব। যার সমাপ্তি হবে ফাইনাল ম্যাচ দিয়ে। এই পর্বেই প্রথম রাউন্ডের শেষ ৬টি ম্যাচ, এলিমিনেটর, কোয়ালিফায়ার ১, ২ ও ফাইনাল অনুষ্ঠিত হবে। নকআউটে প্রয়োজন পড়লে রিজার্ভ ডে রাখা হবে।
প্রতি দুই দিন ম্যাচের পর একটি করে রেস্ট ডে রাখা হয়েছে। প্রতিটি পর্ব শেষে দুই দিন ভ্রমণের জন্য নির্ধারিত রয়েছে।
প্রতিদিন ম্যাচ থাকবে দুটি। সাধারণত দিনের ম্যাচ শুরু হবে দুপুর ১টায় এবং পরের ম্যাচ সন্ধ্যা ৬টায়। আর শুক্রবার দিনের ম্যাচ নির্ধারণ করা হয়েছে দুপুর ২টায় এবং পরের ম্যাচ সন্ধ্যা ৭টায়।




