বিজয় দিবসে মিরপুরে প্রীতি ম্যাচে মুখোমুখি হবেন শান্ত–মিরাজ

অনলাইন ডেস্ক: বিজয় দিবসকে কেন্দ্র করে ১৬ ডিসেম্বর একটি বিশেষ প্রীতি ম্যাচ আয়োজন করছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। বিসিবির সহযোগিতায় অনুষ্ঠিত এ ম্যাচটি হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে, সন্ধ্যা ৬টায়।

এই ম্যাচে জাতীয় দল ও জাতীয় পর্যায়ে খেলা ক্রিকেটাররা দুই দলে ভাগ হয়ে খেলবেন—অদম্য এবং অপরাজেয়।

দলের নেতৃত্বে শান্ত–মিরাজ

অদম্য দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ

অপরাজেয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত

দল দুটির কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন মিজানুর রহমান বাবুল এবং সোহেল ইসলাম।

মূলত কোয়াবের জন্য তহবিল সংগ্রহ করতেই এই প্রীতি ম্যাচের আয়োজন করা হচ্ছে। বিসিবির পক্ষ থেকেও পূর্ণ সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।

অদম্য স্কোয়াড (মিরাজের দল)

মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), হাবিবুর রহমান সোহান, তানজিদ হাসান, সৌম্য সরকার, তাওহীদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন, আফিফ হোসেন, আকবর আলী, মোহাম্মদ সাইফউদ্দিন, হাসান মাহমুদ, তানভীর ইসলাম, শরিফুল ইসলাম।

অপরাজেয় স্কোয়াড (শান্তর দল)

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মোহাম্মদ মিথুন, পারভেজ হোসেন ইমন, মাহমুদুল হাসান জয়, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, জাকের আলী, শামীম হোসেন পাটোয়ারী, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা, গফফার সাকলাইন।

Related Articles

Back to top button