মৌসুমের প্রথম মোহামেডান-আবাহনী লড়াই

অনলাইন ডেস্ক: জাতীয় দলের আন্তর্জাতিক ম্যাচ নিয়ে মাসের পর মাস কেটে গেছে ক্লাব ফুটবলের, খেলা ছিল না। জাতীয় দলের খেলা থাকলে লিগের ১০ ক্লাবের খেলা বন্ধ থাকে। ক্লাবগুলো আর্থিক ক্ষতির মধ্যে পড়লেও মেনে নিতে বাধ্য হয়। পরবর্তী আন্তর্জাতিক ম্যাচ মার্চে। সিঙ্গাপুরের বিপক্ষে, অ্যাওয়ে ম্যাচ। তার আগ পর্যন্ত ক্লাব ফুটবল চলবে।
গত ২৬ সেপ্টেম্বর লিগ শুরু হয়ে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত ৫টা ম্যাচ হয়েছিল। ১৯ অক্টোবর পুনরায় লিগ শুরু হয়ে ২০ অক্টোবর পর্যন্ত লিগের ২ দিন অনুষ্ঠিত হয়। এরপর আবার বন্ধ থাকে লিগ। টানা ৩৪ দিন পর আজ পুনরায় মাঠে গড়াচ্ছে লিগ। আজ থেকে তৃতীয় রাউন্ডের খেলা শুরু হবে। আজ এক সঙ্গে ৪ ভেন্যুতে প্রিমিয়ার লিগের খেলা হবে। এর মধ্যে মোহামেডান-আবাহনী ম্যাচ হবে কুমিল্লায়, ভাষা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে বিকাল পৌনে ৩টায় মাঠে নামবে ঢাকার দুই ক্লাব।

প্রিমিয়ার ফুটবল লিগে এই দুই ক্লাব এখন পয়েন্ট টেবিলের তলানিতে। ১০ দলের লড়াইয়ে সপ্তম স্থানে আবাহনী, নবম স্থানে বর্তমান লিগ চ্যাম্পিয়ন মোহামেডান। এখনো জয় নেই তাদের ঘরে। ১ পয়েন্ট করে পেয়েছে। প্রথম খেলায় রহমতগঞ্জের বিপক্ষে গোল শূন্য ড্র করেছিল আর দ্বিতীয় ম্যাচে ২-১ গোলে ব্রাদার্সের কাছে হেরেছিল আবাহনী। অন্যদিকে বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান প্রথম খেলায় ২-০ গোলে ফর্টিসের কাছে হার দিয়ে লিগ শুরু করলেও দ্বিতীয় ম্যাচে পুলিশের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছিল। পয়েন্ট টেবিলে ১ নম্বরে আছে রহমতগঞ্জ, দ্বিতীয় স্থানে বসুন্ধরা কিংস।
আজ কঠিন পরিস্থিতির মুখোমুখি মোহামেডান-আবাহনী। জাতীয় দলের খেলা থাকার কারণে লিগ বন্ধ থাকলেও মোহামেডান ফুটবলাররা কিছু দিন ছুটিতে ছিলেন। আবাহনী অনুশীলনে ছিল। দিন তিনেক আগে আবাহনী মাঠে অনুশীলনে দেখা গেছে কোচ মারুফুল হক সবাইকে পেয়ে লম্বা সময় অনুশীলন করালেন। দলে ফিরেছেন আক্রমণভাগের শেখ মোরসালিন। ভারতের বিপক্ষে এশিয়ান কাপের ম্যাচ গোল করেছেন তিনি। তার গোলে ২২ বছর পর ভারতকে হারিয়েছে বাংলাদেশ। স্বাভাবিকভাবে দলের অন্যদের মধ্যে বাড়তি উদ্দীপনা কাজ করছে।

আবাহনীর ঘরে আবারও নিষেধাজ্ঞা দিয়েছে ফিফা। গত মাসেও আবাহনীকে একটি নিষেধাজ্ঞা দিয়েছিল ফিফা। ফিফার নিষেধাজ্ঞা নিয়ে চিন্তিত না কোচ মারুফুল হক, তিনি নিজের দলের প্রতি মনযোগী। যেভাবেই হোক আজকের ম্যাচটা জিততে হবে। সংকটে আছে মোহামেডান। তাদের ফুটবলার কোচিং স্টাফ, কেউ বেতন পাচ্ছেন না। খেলোয়াড়দের বেতন বাকি। কোচ আলফাজ আহমেদ কুমিল্লা থেকে সংবাদমাধ্যমকে জানিয়েছেন আজকের ম্যাচ নিয়ে তাদের প্রস্তুতি কোন রকম। প্রস্তুতির চেয়ে কোচের কথায় নানা সংকট।
আলফাজ বলেছেন, ‘ওরা (ফুটবলার) তো টোকেন মানি পাওয়ার পর আর কোনো টাকাই পায় নাই। মনে করেন তারা যদি ২০ লাখ থাকে, পাইছে ২ লাখ। আর কোনো টাকা পায় না। কেউ ১৫ লাখও পাইছে, কেউ ১ লাখও পাইছে। সবাইকে টোকেন মানি দিয়ে রাখছে। ফরেন প্লেয়ার, কোনো প্লেয়ারের ২ মাসের বাকি, কোন প্লেয়ারের ১ মাসের টাকা বাকি। ওইগুলাই আর কি। আর কোচিং স্টাফেরও টাকা নাই। যদিও তার পরেও আমরা ক্লাবের জন্য স্যাক্রিফাইস করতেছি। ক্লাবের অবস্থা যেহেতু খারাপ, আমরা তো আর চাই না ওইটা ক্লাবের জন্য। চেষ্টা করতেছি।’ সংকটের মধ্যেও আলফাজের চোখ-আবাহনীকে হারাতে হবে। লিগের গত মৌসুমে মোহামেডান ১-০ গোলে হারিয়েছিল আবাহনীকে।




