ফকির, বাউলসহ ভিন্নমতাবলম্বীদের ওপর সবধরনের জুলুম বন্ধ হোক: তথ্য উপদেষ্টা

অনলাইন ডেস্ক: তাসাওফপন্থী, বাউলসহ বিভিন্ন মতের অনুসারীদের ওপর সব ধরনের নিপীড়ন ও জুলুম বন্ধের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম।
গতকাল রোববার (২৩ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই আহ্বান জানান।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম লিখেছেন, মজলুম জালিম হচ্ছে, ফ্যাসিবাদবিরোধীরা ফ্যাসিবাদী হচ্ছে। পুরো পরিস্থিতি হতাশা ও ক্ষুব্ধতার।
তিনি আরও লিখেছেন, জুলুমকে ইনসাফ দিয়ে, সহিংসতাকে দরদ দিয়ে প্রতিস্থাপন না করে, যারা নতুন মাত্রার জুলুম ও সহিংসতা করে বেড়াচ্ছেন, তারা ফ্যাসিবাদের পুনর্জাগরণের জন্য দায়ী থাকবেন। সমাজে রাষ্ট্রে চিন্তা ও আচারের বৈচিত্র্যকে বাধাগ্রস্ত করলে ফ্যাসিবাদ পুনঃপ্রতিষ্ঠিত হবে এবং জুলাই বিপ্লব ব্যর্থ হবে।
প্রসঙ্গত, সম্প্রতি মানিকগঞ্জের ঘিওরে এক পালাগানের আসরে, ইসলামকে নিয়ে কটূক্তির অভিযোগে গ্রেফতার হন বাউল সমিতির সভাপতি আবুল সরকার। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। এরপরেই তাকে নিয়ে পাল্টাপাল্টি অবস্থান সৃষ্টি হয়েছে, আলেম সমাজ ও বাউল সম্প্রদায়ের মধ্যে। মানিকগঞ্জে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে শাস্তির দাবিতে আলেমদের বিক্ষোভ—অন্যদিকে মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি দেয় বাউলরা। পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হামলায় দুই পক্ষের অন্তত ৫ জন আহত হয়েছেন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পণ্ড হয়ে যায় বাউলদের কর্মসূচি।




