রাঙ্গামাটিতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

অনলাইন ডেস্ক: রাঙ্গামাটিতে চলমান অপারেশন ডেভিল হান্ট-এর আওতায় জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ঝিনুক ত্রিপুরাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শহরের গর্জনতলী এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রাঙ্গামাটি কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাহেদ উদ্দিন।

ওসি জানান, তার বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা এবং জেলার রাজনৈতিক অস্থিরতায় উসকানি দেওয়ার অভিযোগ রয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি পার্বত্য অঞ্চলে নিরাপত্তা বাহিনীর বিশেষ অভিযানের অংশ হিসেবে বেশ কয়েকজন সন্দেহভাজনকে নজরদারিতে রাখা হয়। তাদের মধ্যে ঝিনুক ত্রিপুরা দীর্ঘদিন ধরে রাঙ্গামাটি শহরে গোপনে অবস্থান করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে তাকে তার বাসা থেকে গ্রেপ্তার করা হয়।

ওসি মোহাম্মদ সাহেদ উদ্দিন আরও বলেন, নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম দমন ও এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত থাকবে।

Related Articles

Back to top button