তৃতীয় বিয়ে করতে যাচ্ছেন অমিতাভ রেজা চৌধুরী

অনলাইন ডেস্ক: জনপ্রিয় নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থানরত এই নির্মাতা সদ্য সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয় সময় শনিবার সকালে সেখানে তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।

অমিতাভ রেজার কনে মুশফিকা মাসুদ পেশায় চিত্রনাট্যকার ও পরিচালক। যুক্তরাজ্যের লিভারপুল জন ম্যুরস ইউনিভার্সিটি থেকে আইন বিষয়ে স্নাতক শেষ করে তিনি যুক্তরাষ্ট্রের ফেয়ারস্টেইন গ্র্যাজুয়েট স্কুল অব সিনেমা ও ব্রুকলিন কলেজে চলচ্চিত্র-সংক্রান্ত উচ্চশিক্ষা নেন। তার নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্য অ্যানিভার্সারি’ যুক্তরাষ্ট্রের একটি উৎসবে ১০ হাজার ডলার পুরস্কার অর্জন করেছে।

গত মাসে দু’জনের একটি ছবি অমিতাভ রেজা ফেসবুকে পোস্ট করলে সম্পর্ক নিয়ে গুঞ্জন ওঠে। যদিও তা নিয়ে তেমন আলোচনা হয়নি, তবে পোস্টের পর থেকেই অনেকে শুভকামনা জানান।

এটি অমিতাভ রেজার তৃতীয় বিয়ে। এর আগে তিনি অভিনেত্রী নওরীন হাসান খান জেনী এবং মিম রশিদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ ছিলেন, তবে উভয় সম্পর্কই বিচ্ছেদে শেষ হয়। এবার নির্মাতা জীবনের নতুন অধ্যায়ে সঙ্গী হিসেবে পাচ্ছেন মুশফিকা মাসুদকে।

Related Articles

Back to top button