জার্মানিতে ৫ লাখ হাঁস-মুরগি নিধন 

অনলাইন ডেস্ক: জার্মানিজুড়ে গত সেপ্টেম্বর মাস থেকে এখন পর্যন্ত অন্তত পাঁচ লাখ হাঁস-মুরগি নিধন করা হয়েছে। দেশটির সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, বার্ড ফ্লুর প্রকোপ বাড়ায় এই কাজ করা হয়েছে। খবর ডয়চে ভেলের।

তবে দেশটির প্রশাসন জানিয়েছে, বার্ড ফ্লুর প্রকোপ বাড়লেও তা নিয়ে আশঙ্কার কারণ নেই। এই রোগে আক্রান্ত হলেও মানুষ দ্রুত সুস্থ হয়ে উঠছেন।

জার্মানির নিয়ম হলো, বার্ড ফ্লু হলে কালিং করতেই হবে। সেই নিয়ম মেনেই পাখি মারা হচ্ছে। হাঁস, মুরগি, টার্কিসহ পাঁচ লাখ পাখি ইতোমধ‍্যে মারা হয়েছে।

জার্মানির জাতীয় প্রাণী রোগ গবেষণা কেন্দ্র ফ্রেডরিখ লোফলার ইনস্টিটিউট (এফএলআই) জানিয়েছে, সেপ্টেম্বর মাস থেকে দেশজুড়ে বিভিন্ন খামারে ৩১টি সংক্রমণের ঘটনা নিশ্চিত করা হয়েছে এবং রোগটি দ্রুত ছড়াচ্ছে।

এফএলআই-এর একজন মুখপাত্র বলেছেন, পরিস্থিতি এত দ্রুত পরিবর্তন হচ্ছে যে এই পরিসংখ্যানগুলো শুধুমাত্র একটি তাৎক্ষণিক চিত্র এবং এটি মোট সংখ্যার চেয়েও সংক্রমণের মাত্রাকে আরও বেশি করে তুলে ধরছে।

Related Articles

Back to top button