নেত্রকোনায় দোকানের ভেতরে ব্যবসায়ীকে গলা কেটে হত্যা 

অনলাইন ডেস্ক: নেত্রকোনার মোহনগঞ্জে নিজ দোকানে নারায়ণ পাল (৪২) নামের এক মুদি দোকানদারকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে।

গতকাল সোমবার (৬ অক্টোবর) রাত ১১টার দিকে উপজেলার বসুন্ধরা মোড় এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। নিহত নারায়ণ পাল উপজেলার রাউতপাড়া এলাকার নৃপেন্দ্র পালের ছেলে এবং বসুন্ধরা মোড়ে ‘নারায়ণ স্টোর’ নামের মুদি দোকানের মালিক ছিলেন।

পুলিশ জানায়, রাত সাড়ে ১১টার দিকে স্থানীয়রা দোকানের ভেতর রক্তাক্ত অবস্থায় নারায়ণ পালের মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। খবর পেয়ে মোহনগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

মোহনগঞ্জ থানার ওসি আমিনুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত কেউ তাকে গলা কেটে হত্যা করে দোকানের ভেতর ফেলে রেখে গেছে। হত্যার কারণ এখনও জানা যায়নি। তদন্ত চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

Related Articles

Back to top button