পুরোনো মাফিয়া সিস্টেমের সঙ্গে আমরা আর খেলব না- নাহিদ

অনলাইন ডেস্ক: পুরোনো মাফিয়া সিস্টেমের সঙ্গে আমরা আর খেলব না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম। তিনি বলেন, এ পুরোনো খেলার বিরুদ্ধেই গণঅভ্যুত্থান হয়েছে। খেলার নিয়ম না বদলালে আরেকটি গণঅভ্যুত্থানের প্রস্তুতির আহ্বান জানিয়েছেন তিনি।

নাহিদ বলেছেন, গণঅভ্যুত্থানের পর বলেছিলাম বাংলাদেশ রাষ্ট্রকে পরিবর্তন করতে হবে। এ দেশ যে সিস্টেমে চলে এর পরিবর্তন ঘটাতে হবে।

গতকাল শুক্রবার (১৮ জুলাই) বিকালে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া বিজয়স্তম্ভের সামনে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।

নাহিদ বলেন, ‘গণঅভ্যুত্থানের পর বাংলাদেশ রাষ্ট্রকে পরিবর্তনের কথা বলেছিলাম। এই রাষ্ট্রব্যবস্থার পরিবর্তন করতে হবে। পুরোনো রাষ্ট্রব্যবস্থার একটা চরম উদাহরণ এই নারায়ণগঞ্জ শহর, যেখানে পরিবারতন্ত্র, মাফিয়াতন্ত্র, গডফাদারতন্ত্র সব মিলেমিশে একাকার। এই একই সিস্টেমে পুরো বাংলাদেশ এত বছর ধরে পরিচালিত হচ্ছে।’

তিনি বলেন, ‘নারায়ণগঞ্জকে কিছু পরিবার বছরের পর বছর নিয়ন্ত্রণ করেছে। নারায়ণগঞ্জের ব্যবসা, অর্থনীতি ও রাজনীতি সবকিছু নিয়ন্ত্রণ করতে গিয়ে তারা দখলদারিত্ব, চাঁদাবাজি, সন্ত্রাস কায়েম করেছে এবং জনগণের অধিকার হরণ করেছে।’

‘এই মাফিয়া সিস্টেমের সঙ্গে আমরা খেলব না, পুরোনো খেলায় অংশগ্রহণ করব না। এই পুরোনো খেলার বিরুদ্ধেই গণঅভ্যুত্থান হয়েছে, আমরা রক্ত দিয়েছি। ফলে খেলার নিয়ম বদলাতে হবে। কিন্তু আমরা জানি, খেলার নিয়ম এখনো বদলায়নি। খেলা বন্ধ না হলে আরেকটা গণঅভ্যুত্থানের জন্য প্রস্তুতি নেন,’ উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন নাহিদ।

এনসিপি আহ্বায়ক বলেন, ‘নতুন বন্দোবস্তের যে আকাঙ্ক্ষা নিয়ে আমরা গণঅভ্যুত্থানে লড়াই করেছিলাম, সেই নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠার জন্য লড়াই করে যেতে হবে। এই যুদ্ধ সেদিনই শেষ হবে যেদিন পুরোনো বন্দোবস্তের পরিবর্তন ঘটিয়ে জনগণের গণতান্ত্রিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করব।’

তিনি বলেন, ‘মাফিয়া ব্যবসায়ীদের প্রটেক্ট করা হচ্ছে আর ছোট-মাঝারি ব্যবসায়ীরা চাঁদাবাজদের তাড়নায় ব্যবসা করতে পারছে না। জুলাইয়ের শহীদ ও বিচার চেয়ে মামলা করা পরিবারগুলো নিরাপত্তাহীনতা ভুগছেন।’

‘নারায়ণগঞ্জে সন্ত্রাসের অভয়ারণ্য তৈরি করা হয়েছিল। আমরা এই অভয়ারণ্য ভেঙে ফেলব। আমরা হুমকিতে কখনো ভয় পাইনি, পাব না,’ বলেন তিনি।

গণঅভ্যুত্থানে নারায়ণগঞ্জবাসীর ভূমিকার কথা তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, ‘গণঅভ্যুত্থানের ইতিহাসে নারায়ণগঞ্জের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে।’

পথসভায় এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বলেন, ‘সন্ত্রাসী হামলা করে আমাদের থামিয়ে রাখা যাবে না। বাংলাদেশে আওয়ামী লীগকে ফেরানোর জন্য ভারতীয় শক্তিগুলো একযোগে মাঠে নেমেছে। কিন্তু আমরা আবারও রক্ত দিয়ে হলেও আওয়ামী সন্ত্রাসীদের আর কখনো ফিরে আসতে দেব না। কেয়ামত পর্যন্ত বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতির আর কোনো সুযোগ নেই।’

‘আওয়ামী লীগ বাংলাদেশের কোনো রাজনৈতিক দল নয়, এটি ভারতীয় দল। এই দলটিতে ভালো বলতে কিছু নাই,’ বলেন তিনি।

Related Articles

Back to top button