দক্ষিণ আফ্রিকাকে হোয়াইটওয়াশের লজ্জায় ফেলে পাকিস্তানের ইতিহাস

অনলাইন ডেস্ক: সিরিজ আগেই নিশ্চিত হওয়া পাকিস্তান দল ছিল ফুরফুরে মেজাজে। হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে খানিকটা চাপেই ছিল দক্ষিণ আফ্রিকা। এরপরও আশা ছিল প্রোটিয়াদের। স্বাগতিকরা যে এর আগে কখনোই পাকিস্তানের বিপক্ষে ধবলধোলাই হয়নি। তবে এবার সেই লজ্জাতেই পড়তে হয়েছে তাদের। ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে ৩-০ তে ওয়ানডে সিরিজ হেরেছে দক্ষিণ আফ্রিকা। আর তাতেই পাকিস্তান গড়ে ফেলেছে ইতিহাস।

জোহানেসবার্গে সাইম আইয়ুবের দুর্দান্ত এক সেঞ্চুরিতে ৪৭ ওভারের ম্যাচে ৯ উইকেটে ২০৮ রান করে পাকিস্তান। যার জবাবে ২৭১ রানে থামে প্রোটিয়াদের ইনিংস। পাকিস্তানের জয় ৩৬ রানে। যেখানে ১০১ রানের ইনিংস খেলে পাকিস্তানের জয়ের নায়ক সাইম আইয়ুব। আর তাতেই দক্ষিণ আফ্রিকাকে প্রথমবারের মতো ওয়ানডেতে ধবলধোলাই করেছে পাকিস্তান।

অন্যদিকে দক্ষিণ আফ্রিকার জন্য এটি শুধু পাকিস্তানের কাছেই নয়, যেকোনো দলের বিপক্ষেই ওয়ানডেতে ঘরের মাঠে প্রথম ধবলধোলাই। দক্ষিণ আফ্রিকার মাটিতে এর আগে দুবার ওয়ানডে সিরিজ জিতেছে পাকিস্তান। তবে ২০১৩ ও ২০২১ সালের তিন ম্যাচের সিরিজ দুটিতে এক ম্যাচ করে হেরে গিয়েছিল তারা। কিন্তু এবার সেটিকে ছাড়িয়ে গেছে মোহাম্মদ রিজওয়ানের দল।

আগামী ফেব্রুয়ারিতে ঘরের মাঠে চ্যাম্পিয়নস ট্রফি আয়োজনের আগে প্রস্তুতিটা ভালোই হয়েছে পাকিস্তানের। গত মাসে অস্ট্রেলিয়াকে তাদের মাটিতে ২-১ ব্যবধানে হারিয়েছিলেন রিজওয়ানরা। এবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেই ধারা বজায় রেখে ৩-০ ব্যবধানের সিরিজ জয় করল পাকিস্তান।

Related Articles

Back to top button