মেসির অনুকরণে সেলিব্রেশন শান্তর, ভক্তদের মিশ্র প্রতিক্রিয়া

ক্রিড়া ডেস্ক: দুই ম্যাচের টেস্ট সিরিজে পাকিস্তানকে হারিয়েছে বাংলাদেশ। ঘরের মাঠে পাকিস্তানকে ধবলধোলাই করে সিরিজটাও জিতে নিয়েছে নাজমুল হোসেন শান্তর দল। প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের পর ট্রফি নিয়েই ঘুমান অধিনায়ক শান্ত।

আজ বুধবার (৪ সেপ্টেম্বর) সকালে সেই ছবি নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে শেয়ার করেছেন শান্ত।

ক্যাপশনে তিনি লিখেন, ‘শুভ সকাল।’
২০২২ সালে কাতার বিশ্বকাপে শিরোপা জয়ের পর সেই রাতে ট্রফি নিয়েই ঘুমান আর্জেন্টিনার অধিনায়ক মেসি। সামাজিক যোগাযোগমাধ্যমে মেসির ট্রফি নিয়ে ঘুমানো সেই ছবি ব্যাপক ভাইরাল হয়। এবার মেসিকে অনুকরণ করে সেই আইকনিক সেলিব্রেশন করেছেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তও।

ট্রফি নিয়ে ঘুমানো শান্তর এই ছবিতে কমেন্ট সেকশনে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন ক্রিকেটভক্তরা।

ছবির কমেন্টেসে এক লিখেছেন, ‘সাধারণ এই ট্রপি নিয়া এই অবস্থা,, আইসিসি ট্রপি হলে কি যে করতো। যাইহোক গরীবের মেসিকে অভিনন্দন।’আরেক কমেন্টে অন্যজন লিখেন, ‘ভাই এই সিরিজে অধিনায়কত্ব ছাড়া আপনার আর কি অবদান আছে জাতি জানতে চায়।

’ আরেকজন লিখেছেন, ‘নাটক কম করো পিও,এটা বিশ্বকাপ না।’ অপর একজন লিখেছেন, ধুর! একটা দ্বিপাক্ষিক সিরিজের ট্রফি নিয়ে এই আইকনিক সেলিব্রেশন বেমানান। অনেকেই আবার গরীবের মেসি বলেছেন শান্তকে। একজন লিখেন, জিরো পারফর্মমেন্স, শতভাগ সেলিব্রেশন। ডিয়ার শান্তদা।’
তবে শুধু নেতিবাচক কমেন্ট না, অনেকেই শান্ত ও বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছেন। একজন লিখেছেন, ‘মেসির ছোটভাই। অভিনন্দন ভাই। আরো বিজয় দেখতে চাই।’ আরেকজন কমেন্ট করেছেন, ‘ট্রফি বুকে জড়িয়ে ঘুম কেমন হলো ক্যাপ্টেন? এমন আরও প্রচুর ছবি দেখতে চাই।’

Related Articles

Back to top button