অস্ত্রসহ আমির হামজা গ্রেপ্তার

অনলাইন ডেস্ক: বান্দরবানে বিশেষ অভিযানে অস্ত্র ও গুলিসহ আমির হামজা (৫৭) নামে এক দুর্ধর্ষ ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল শনিবার (২০ ডিসেম্বর) নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্র থেকে এ তথ্য জানানো হয়।

এর আগে, শুক্রবার আনুমানিক ১১টায় বাইশারী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের হরিণখাইয়া ব্রিজ সংলগ্ন শিয়াপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আমির হামজা বাইশারী ইউনিয়নের ৪নং ওয়ার্ড করলিয়ামুরা আশরাফুজ্জামান প্রকাশ জামানের ছেলে।

পুলিশ জানায়, বান্দরবান জেলার পুলিশ সুপার আবদুর রহমানের নির্দেশনায় এবং নাইক্ষ্যংছড়ি থানার ওসি আবদুল বাতেন মৃধার তত্ত্বাবধানে এ অভিযান চালানো হয়। এতে নেতৃত্বে দেন বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. আনোয়ারুল ইসলাম। অভিযানকালে ডাকাত আমির হামজার কাছ থেকে একটি দেশিয় তৈরি একনলা বন্দুক, চার রাউন্ড তাজা কার্তুজ এবং নয়টি গুলির খোসা উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত আমির হামজার বিরুদ্ধে ধর্ষণসহ একাধিক মামলা রয়েছে। তাকে আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Related Articles

Back to top button