শুধু হামজা নয়, পুরো বাংলাদেশ দলকেই গুরুত্ব দিচ্ছে ভারত: খালিদ জামিল

অনলাইন ডেস্ক: বাংলাদেশ-ভারত ম্যাচ মানেই আলাদা উন্মাদনা, বাড়তি প্রতিদ্বন্দ্বিতা এবং আবেগের লড়াই। মঙ্গলবার (১৮ নভেম্বর) এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে দুই প্রতিবেশী। যদিও দুই দলই আগেই এশিয়ান কাপ বাছাইপর্ব থেকে বাদ পড়েছে, তবুও ম্যাচটিকে গুরুত্বের সঙ্গে নেওয়া হচ্ছে।
জাতীয় স্টেডিয়ামে আজ দুপুরে অনুষ্ঠিত ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে ভারতীয় কোচ খালিদ জামিলকে ঘুরেফিরে সবচেয়ে বেশি প্রশ্ন করা হয় বাংলাদেশ দলের আলোচিত ফুটবলার হামজা চৌধুরীকে নিয়ে।
বাংলাদেশ জার্সিতে মাত্র কয়েক ম্যাচেই চমক দেখিয়েছেন হামজা। ইতোমধ্যে ছয় ম্যাচে চারটি গোল করেছেন তিনি। তার উপস্থিতিতে বাংলাদেশের মিডফিল্ডে দৃঢ়তা বেড়েছে—এমন মন্তব্য করেছিলেন সাংবাদিকরা। তবে কোচ জামিল শুধু হামজার ওপরই ফোকাস রাখতে নারাজ। তার বক্তব্য ছিল, “বাংলাদেশ ভালো দল। শুধু হামজা নয়, আরও অনেক কোয়ালিটি খেলোয়াড় রয়েছে। আমরা বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছি না।”
এশিয়ান কাপ বাছাইয়ের ‘সি’ গ্রুপে ভারত ছিল র্যাংকিংয়ের শীর্ষে। তবুও দুই ম্যাচ আগেই টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছে তাদের। এ নিয়ে প্রশ্ন করলে ভারতীয় কোচ সেই প্রসঙ্গে যেতে চাননি। তার সংক্ষিপ্ত উত্তর—“আমরা শুধু আগামীকালের ম্যাচ নিয়েই ভাবছি।”
ম্যাচের আগের অনুশীলন নিয়েও কৌতূহল ছিল সাংবাদিকদের। ম্যাচের আগের দিন সন্ধ্যায় অনুশীলন করাই স্বাভাবিক। কিন্তু ভারতীয় দল সকাল ৯টায়ই অনুশীলন করে জাতীয় স্টেডিয়ামে। কারণ জানতে চাইলে জামিল জানান, ‘এটাই আমাদের ট্রেনিং রুটিন। ম্যাচের আগের দিন এমনভাবেই আমরা প্রস্তুতি নেই।’
বাংলাদেশ-ভারত ম্যাচে দীর্ঘদিন ধরে অন্যতম আলোচিত নাম ছিলেন সুনীল ছেত্রী। তার গোলেই অনেকবার বাংলাদেশ ম্যাচ হারিয়েছে বা ড্র করেছে। তবে এবার তাকে দলে রাখা হয়নি। এ বিষয়ে কোচের জবাব—“সে অবসর নিয়েছে।”
খালিদ জামিল নিজেও সাবেক ভারতীয় ফুটবলার এবং বাংলাদেশ-ভারত ম্যাচ খেলেছেন। নিজের অভিজ্ঞতা সম্পর্কে তিনি বলেন, ‘এই ম্যাচের গুরুত্ব দুই দলই জানে। খেলোয়াড়রা সবসময়ই সিরিয়াস থাকে।’ মঙ্গলবার রাত ৮টায় ফ্লাডলাইটের আলোয় শুরু হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই।




