অর্থনৈতিক মুক্তির জন্য ব্যবসায়ীদের প্রয়োজনে সবকিছু করবে বিএনপি: আমির খসরু

অনলাইন ডেস্ক: বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী অভিযোগ করে বলেছেন, মেগা প্রজেক্টের নামে দেশের অর্থনীতি ধ্বংস করে দেওয়া হয়েছে। গত ১৭ বছরে ব্যাংকিং খাত, শেয়ারবাজারসহ প্রতিটি অর্থনৈতিক সেক্টরে স্বজনপ্রীতির মাধ্যমে লুটপাট করে দেশের প্রকৃত ব্যবসায়ীদের ধ্বংস করা হয়েছে। আগামীতে ব্যবসায়ীদের প্রয়োজনে যে আইন করা দরকার ও যে যে আইন বাতিল করা দরকার তার সব কিছু করতে প্রস্তুত বিএনপি।

গতকাল শনিবার (১৫ নভেম্বর) বিকেলে ফরিদপুর সদর উপজেলা অডিটোরিয়ামে ফরিদপুর বিভাগের ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা করেন।

সাবেক এই বাণিজ্য মন্ত্রী বলেন, আগামীর বাংলাদেশ গড়তে হলে আমাদের অর্থনীতির মডেল পরিবর্তন করতে হবে। প্রতিটি জনগণকে দেশের অর্থনীতিতে ভূমিকা রাখতে হবে। সরকারের ক্ষমতা কমিয়ে জনগণের ক্ষমতা বাড়াতে হবে। সরকারের নিয়ন্ত্রণ যত বেশি থাকবে ততবেশি দুর্নীতি হবে।

আমির খসরু বলেন, ‘যেখানে যত নিয়ন্ত্রণ, সেখানে তত দুর্নীতি। ঘুষ–দুর্নীতি কমিয়ে ব্যবসা সহজ করতে সনদের সংখ্যা কমিয়ে সহায়ক পরিবেশ তৈরি করা হবে। ব্যাংক ঋণের হার ১৫ শতাংশ হলে ব্যবসা করা সম্ভব না।’

আমির খসরু বলেন, বিশ্বের সঙ্গে আমাদের তাল মিলিয়ে এগিয়ে যেতে হবে। আমাদের দেশের যুব শক্তিকে কাজে লাগাতে হবে। বিএনপি তার জন্য কাজ করছে। আগামীতে ক্ষমতায় আসতে পারলে ১৮ মাসের মধ্যে দেশে এক কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।

তিনি বলেন, আমাদের স্কিল ডেভেলপমেন্টের দিকে গুরুত্ব দিতে হবে। কল সেন্টার, ডেটা সেন্টার করতে হবে। ঘরে বসে বিশ্বের বিভিন্ন দেশে চাকরি করতে হবে। ইতোমধ্যে দেশের অনেক যুবক তা করছে। আমাদের মতো এতো যুব শক্তি পৃথিবীর কম দেশেই আছে। আমাদের এই শক্তিকে কাজে লাগাতে হবে।

আমির খসরু বলেন, রাজনীতিতে জবাবদিহিতা থাকতে হবে। জবাবদিহিতার অভাবে দেশে দুর্নীতি বাড়ে। ঘুষ না দিলে সরকারি প্রতিষ্ঠান গুলোতে গিয়ে ব্যবসায়ীদের বিড়ম্বনার মধ্যে পড়তে হয়। এই ব্যবস্থার পরিবর্তন করতে হবে। আমরা ক্ষমতায় আসলে ব্যবসায়ীরা তাদের সকল কাগজপত্র এবং বিভিন্ন ক্ষেত্রে অনুমতির জন্য সশরীরে সরকারি অফিসে যেতে হবে না। সবকিছু অনলাইনে করা যাবে। এতে করে ভোগান্তি কমে আসবে।

ফরিদপুর বিভাগীয় ব্যবসায়ী ফোরাম আয়োজিত সভায় বিএনপির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিষয়ের শিক্ষক রাশেদ আল মাহমুদ তিতুমীর, বিজিএমইএ’র সাবেক সভাপতি এস এম ফজলুল হক, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা জহিরুল হক শাহাজাদা মিয়া, ফরিদপুর বাজার বনিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা বিএনপির সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন, ফরিদপুর জুট ফাইবার্সের এমডি চৌধুরী ফারিয়ান ইউসুফ, ফরিদপুর চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি আওলাদ হোসেন বাবর, করিম গ্রুপের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন মিয়া, মামুন গ্রুপের এমডি শাহীন সাহাবুদ্দিন, রাজবাড়ী চেম্বার অব কমার্সের ইমরুল কবির, শরিয়তপুরের আলাউদ্দিন আল আজাদ, মাদারীপুরের লোকমান হোসেন মোল্লা।

সভায় অন্যান্যদের মধ্যে জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, মহিলাদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক নায়াব ইউসুফ, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, কেন্দ্রীয় যুবদল নেতা মনিরুজ্জামান মনির, ফরিদপুর জেলা বিএনপির বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেছ আলী ইচ্ছা, যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ, এ বি সিদ্দিকী মিতুল প্রমুখ উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button