‘আপনার স্ক্রিপ্ট কে লিখে দেয় ভাইয়া?’- মীর স্নিগ্ধর উদ্দেশে শাওন

অনলাইন ডেস্ক: স্যোশাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জুলাই অভ্যুত্থানে শহীদ মীর মাহফুজুর রহমানের (মুগ্ধ) যমজ ভাই মীর মাহবুবুর রহমান (স্নিগ্ধ) বলেছেন, ‘ফ্যাসিস্ট দলের প্রধান শেখ হাসিনাকে ফাঁসিতে না ঝোলানো পর্যন্ত তার নাম মাথায় ঘুরবে।’

গতকাল মঙ্গলবার (১১ নভেম্বর) ফেসবুকে এক পোস্টের মাধ্যমে এমন মন্তব্য করেন তিনি।

এরপর একই দিনে স্নিগ্ধর দেওয়া পোস্টের স্ক্রিনশট শেয়ার করে ‘অন্যের দ্বারা লেখা স্ক্রিপ্ট’ উল্লেখ করেন অভিনেত্রী মেহের আফরোজ শাওন।

ফেসবুকে পাল্টা পোস্টে অভিনেত্রী লেখেন, ‘আপনার স্ক্রিপ্ট কে লিখে দেয় ভাইয়া? অতি দ্রুত তাকে বদলে একজন ভালো স্ক্রিপ্ট রাইটার নিয়োগ দিন প্লিজ। এই স্ক্রিপ্ট ‘লিটনের ফ্ল‍্যাট’ এর রচয়িতার চেয়েও খারাপ হয়েছে।’

এর আগে মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ এক বক্তব্যে আপসহীন নেত্রী শেখ বলার পরেই আপসহীন নেত্রী খালেদা জিয়া বলেন। এ নিয়ে সামাজিক মাধ্যমের নেটিজেনরা বলছেন, তার সেই বক্তব্যের ব্যাখ্যাই এই স্ট্যাটাস।

সদ্য বিএনপির রাজনীতিতে যুক্ত মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ লিখেছেন, অন্তরে ঘৃণা নিয়ে যে নামটির জন্ম হয়েছে, সেটি হলো শেখ হাসিনার নাম। এটা শুধু আমার নয়; বরং বাংলাদেশের সব সাধারণ মানুষের, বিগত ১৬ বছরে অত্যাচারিত হয়েছে— এমন সব পরিবারের।

তিনি বলেন, যতদিন পর্যন্ত এই খুনি হাসিনাকে ফিরিয়ে এনে দেশের মাটিতে ফাঁসির দড়িতে না ঝোলানো হচ্ছে, ততদিন সকাল-বিকাল, সজ্ঞানে কিংবা ঘুমের স্বপ্নেও এই হাসিনার নাম মাথায় ঘুরবে।

তিনি আরও বলেন, যতবার এই নাম মুখে আসে, মনে রাখবেন— তা কেবল ঘৃণা থেকেই আসে। এই খুনি শেখ হাসিনা যতদিন ফাঁসির দড়িতে না ঝুলছে, ততদিন শান্তি নেই। শেখ শেখ মুখ দিয়ে বের হবেই যতদিন পর্যন্ত না ফাঁসিতে ঝোলানো হচ্ছে এই স্বৈরাচার শেখ হাসিনাকে বলেও জানান মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।

Related Articles

Back to top button