সালমানকে নিয়ে গুঞ্জন, ‘জঙ্গি’ তকমা পাকিস্তানের

অনলাইন ডেস্ক: বলিউড সুপারস্টার সালমান খান হঠাৎ করেই পাকিস্তানের সরকারের ক্ষোভের কারণ হয়েছেন। গুঞ্জন শোনা যাচ্ছে ভাইজানকে নাকি জঙ্গি ও সন্ত্রাসবাদী হিসেবে অভিহিত করেছে দেশটি।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সৌদি আরবের রাজধানী রিয়াদে সম্প্রতি একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন সালমান খান। ভারতীয় সিনেমা নিয়ে বক্তব্য রাখতে গিয়ে বালুচিস্তানকে একটি ভিন্ন দেশ বলে দাবি করে বসেন তিনি। আর তার এর কারণে বিপাকে পড়তে হল অভিনেতাকে।
রিয়াদের ওই অনুষ্ঠানে সালমান খান বলেন, আপনি যদি হিন্দি সিনেমা তৈরি করেন, সেটা সৌদি আরবে মুক্তি পেলে ভালো ব্যবসা করবে। তেমনি তামিল, তেলেগু, মালয়ালম- যে কোনো ভারতীয় ভাষার ছবিই এখানে সফল হতে পারে। কারণ এখানে আফগানিস্তান, পাকিস্তান, বালুচিস্তান-সহ নানা দেশ থেকে মানুষ কাজ করতে আসে, সফল হয়।
এই বক্তব্যে বালুচিস্তানের নাম উল্লেখ করাতেই শুরু হয় বিতর্ক। বলে রাখা ভালো, বালুচিস্তান পাকিস্তানের একটি প্রদেশ; এই নামে আলাদা কোনো দেশ নেই। আর এ নিয়েই ক্ষুব্ধ হয় পাকিস্তান।
এদিকে ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়, সোশ্যাল মিডিয়ায় কয়েকটি পোস্টে সালমানকে ‘সন্ত্রাসবাদী’ তকমা দেওয়া হয়েছে- এমন খবর ছড়িয়ে পড়ে। এমনকি পাক সরকারের পক্ষ থেকে তাকে দেশটিতে নিষিদ্ধ করা হয়েছে বলেও দাবি ওঠে।
তবে তদন্ত করে দেখা গেছে, এই দাবির কোনো সরকারি ভিত্তি নেই। পাকিস্তান সরকারের পক্ষ থেকে এমন কোনো ঘোষণা করা হয়নি।
পাক সংবাদমাধ্যমগুলিও এ বিষয়ে কোনো প্রতিবেদন প্রকাশ করেনি। আদতে, সালমানের ওই বক্তব্যের ভিডিওর কিছু অংশ ভুলভাবে কেটে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়। সেখান থেকেই শুরু হয় ভুল বোঝাবুঝি ও গুজব।




