ড্রাম থেকে দুই পা কাটা মাদক কারবারির লাশ উদ্ধার, দ্বিতীয় স্ত্রীর পরকীয়ার জেরে খুনের অভিযোগ

অনলাইন ডেস্ক: নারায়ণগঞ্জের ফতুল্লায় নির্মমভাবে খুন হলেন মো. নয়ন (৪৯) নামে এক মাদক কারবারি। জেল থেকে জামিনে মুক্তি পাওয়ার ৮-১০ দিনের মাথায় তার দুই পা বিচ্ছিন্ন লাশ ড্রামে ভরা অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে ফতুল্লার তক্কার মাঠ-নন্দলালপুর সড়কের পাশে মাওয়া মার্কেটের পেছনের ঝোপ থেকে নীল রঙের একটি ড্রামের মধ্যে মোড়ানো অবস্থায় লাশটি উদ্ধার করে পুলিশ। লাশটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে।
পুলিশ বলছে, নয়নের দ্বিতীয় স্ত্রী সাবিনা এবং তার প্রেমিক রাসেল ওরফে ঠোঙ্গা রাসেল মিলে এই হত্যাকাণ্ডের পরিকল্পনা করেন। নয়নের জেল খাটার সময় সাবিনার সঙ্গে রাসেলের পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। জামিনে মুক্ত হয়ে নয়ন বিষয়টি জানতে পেরে বিরোধে জড়ালে, তাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় দুজন।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, ভাড়া করা লোকজন দিয়ে নয়নকে হত্যা করে লাশ গুম করতে গেলে সাইজ অনুযায়ী ড্রামে না ঢোকায় তার হাঁটু থেকে দুই পা কেটে ফেলা হয়। পরে লাশ পলিথিনে মোড়িয়ে রাতের আঁধারে ফেলে দেওয়া হয় মাওয়া মার্কেটের পেছনের ঝোপে।
এ হত্যাকাণ্ড ঘিরে স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ড্রাম থেকে পচা গন্ধ বের হলে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ এসে ড্রাম খুলে লাশ উদ্ধার করে। এখন পর্যন্ত লাশের বিচ্ছিন্ন দুই পা উদ্ধার করা যায়নি।
নিহত নয়ন ফতুল্লার নন্দলালপুর এলাকার বাসিন্দা, পিতার নাম মো. সালাম। তিনি পেশায় ছিলেন মাদক ব্যবসায়ী, তার বিরুদ্ধে ৮-১০টি মাদক, অস্ত্র ও ছিনতাইয়ের মামলা রয়েছে। প্রায় আড়াই বছর জেল খাটার পর জামিনে মুক্ত হন। তার প্রথম স্ত্রী থাকেন পিলকুনিতে, দ্বিতীয় স্ত্রী সাবিনা ব্যাংক কলোনী এলাকায়। সাবিনার বিরুদ্ধেও মাদক ও দেহব্যবসার অভিযোগ রয়েছে।
ফতুল্লা মডেল থানার এসআই রেহানুল ইসলাম বলেন, ‘ঝোপের ভেতর পরিত্যক্ত অবস্থায় ড্রাম পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। ড্রাম খুলে দেখা যায়, ভেতরে পলিথিনে মোড়ানো লাশ। তবে লাশের দুই পা ছিল না। সেগুলোর খোঁজ চলছে।’
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, ‘এটি হত্যাকাণ্ড বলে নিশ্চিত হওয়া গেছে। রাসেল নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যার মূল কারণ এবং অন্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।’