দল নিবন্ধন: ১৫ দিনের মধ্যে শর্তপূরণ না করলে আবেদন বাতিল

অনলাইন ডেস্ক: নতুন রাজনৈতিক দল নিবন্ধন আবেদন বাছাইয়ে কোনো দলই উত্তীর্ণ হতে পারেনি। তাই দলগুলোকে ১৫ দিন সময় দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই সময়ে শর্তপূরণ করতে না পারলে সংশ্লিষ্ট দলের আবেদন বাতিল করে দেবে সংস্থাটি।

গতকাল মঙ্গলবার (২২ জুলাই) ইসি সচিব আখতার আহমেদ এ মন্তব্য করেন।

তিনি বলেন, কোনো দলই প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ না হওয়ায় আমরা ১৫ দিন শর্তপূরণের জন্য সময় দিয়েছি৷ এরপর আর সময় দেওয়ার বিধান নেই। কোনো দল এই সময়ের মধ্যে শর্তপূরণ করতে না পারলে কমিশন সে অনুযায়ী ব্যবস্থা নেবে।

২০ এপ্রিল পর্যন্ত দল নিবন্ধনের আবেদন চেয়ে প্রথমে বিজ্ঞপ্তি দেয় ইসি। কিন্তু সময় চেয়ে দলগুলো আবেদন করলে ২২ জুন পর্যন্ত বাড়ানো হয়। এ সময়ের মধ্যে ১৪৪টি দল ১৪৭টি আবেদন করে। এতে জাতীয় নাগরিক পার্টিসহ সবগুলো দলই শর্তপূরণে ব্যর্থ হয়। সম্প্রতি সব দলকেই আরও ১৫ দিন সময় দেয় ইসি।

Related Articles

Back to top button