দিনের ভোট আর রাতে হতে দেওয়া হবে না: জয়নুল আবেদীন ফারুক

অনলাইন ডেস্ক: বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও জাতীয় সংসদের সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবেদীন ফারুক বলেছেন, বাংলাদেশে আর কখনো দিনের ভোট রাতে হবে না। শেখ হাসিনা মৃত ব্যক্তিদের ভোট দিয়ে, ভোটকেন্দ্র দখল করে এবং দিনের ভোট রাতে করে যে প্রক্রিয়ায় নির্বাচন করেছেন তা আর এ দেশের মানুষ মেনে নেবে না।
গতকাল রোববার (৬ জুলাই) বিকেলে নোয়াখালীর সেনবাগ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ আয়োজনে রক্তাক্ত ৬ জুলাই স্মরণে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
২০১৪ সালের মতো ১৫৪টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সেই ভোটের সংস্কৃতি আমরা চাই না। আমরা চাই, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব’ এই অধিকার নিশ্চিত হোক। অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানান তিনি।
এর আগে তার নেতৃত্বে একটি বিশাল শোডাউন সেনবাগ পৌর শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে এসে এক সমাবেশে মিলিত হয়।
সেনবাগ উপজলার বিএনপি নেতার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আ্যডভোকেট এবিএম জাকারিয়া ও জেলা বিএনপির সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ। বিক্ষোভ সমাবেশে সেনবাগ উপজেলা ও পৌর বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতারা বক্তব্য রাখেন।
উল্লেখ্য, ২০১১ সালের ৬ জুলাই এ দিনে তৎকালীন বিরোধী দলীয় চিপ হুইফ জয়নুল আবেদীন ফারুককে পুলিশের ওই সময়ের এডিসি হারুন ও বিপ্লব সরকার দৈহিকভাবে লাঞ্ছিত করে। তৎকালীন ওই দুই পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার ও তাদের বিচারের দাবিতে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।




