অতিরিক্ত মাদক সেবনে মারা গেলেন পর্ন তারকা কাইলি

অনলাইন ডেস্ক: জনপ্রিয় মার্কিন পর্ন অভিনেত্রী কাইলি পেজ মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২৮ বছর। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, অতিরিক্ত মাদক সেবনের কারণেই তার মৃত্যু হয়েছে। এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

টিএমজেডের বরাতে জানা যায়, গত ২৫ জুন কাইলি পেজকে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে নিজ বাসায় মৃত অবস্থায় পাওয়া যায়। তার এক বন্ধু পুলিশে ফোন করে বিষয়টি জানান।

ঘটনাস্থল থেকে পুলিশ ‘ফেন্টানিল’ নামের একটি শক্তিশালী মাদক এবং অন্যান্য মাদকসংশ্লিষ্ট সামগ্রী উদ্ধার করেছে। পুলিশের ভাষ্য অনুযায়ী, আপাতদৃষ্টে অতিরিক্ত মাদক গ্রহণের ফলেই তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে এখনও আনুষ্ঠানিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি।

ওকলাহোমা অঙ্গরাজ্যের বাসিন্দা কাইলি পেজের আসল নাম ছিল কাইলি পাইল্যান্ট।

Related Articles

Back to top button