জনপ্রিয় ইন্দোনেশীয় তারকা দম্পতির সুখে থাকার গোপন রহস্য

অনলাইন ডেস্ক: ইন্দোনেশিয়ার জনপ্রিয় তারকা দম্পতি অভিনেতা রেজকি আদিত্য ও অভিনেত্রী চিত্রা কিরানা। ২০১৯ সালে বিয়ের পর থেকে তারা দাম্পত্য জীবনের স্বাভাবিক উত্থান-পতনের মধ্য দিয়ে চলছেন।
অন্যান্য অনেক দম্পতির মতো জনপ্রিয় এই দুই তারকা স্বীকার করেছেন, তারা এখনো একসঙ্গে একটি মধুর ও সুন্দর জীবন গড়তে শেখার প্রক্রিয়ায় রয়েছেন।
চিত্রাকে ইন্দোনেশিয়ায় ভালোবেসে ‘চিকি’ নামে ডাকা হয়। অভিনেত্রী জানিয়েছেন—তিনি এবং তার স্বামী একটি সুখী ও দীর্ঘস্থায়ী পারিবারিক জীবন গড়ে তুলতে সচেষ্ট।
এই লক্ষ্য পূরণে তারা প্রতিটি পরিস্থিতিতে পারস্পরিক বোঝাপড়ার জায়গা খুঁজে নেন।
গণমাধ্যমকে চিত্রা বলেন, ‘বিয়েতে সব সময় চ্যালেঞ্জ আসে, আর এসব মোকাবিলা করতে হয় খোলা মন নিয়ে। সম্পর্ককে মধুর ও রোমান্টিক রাখতে আমরা শুধু দুজন একসঙ্গে সময় কাটানোর সুযোগ তৈরি করি। তার একটি উপায় হলো একসঙ্গে ভ্রমণ করা, যেমন আমরা মালয়েশিয়ায় যাই।’
সম্প্রতি তাদের সিনেমা ‘কিয়াজাইবান এয়ার মাটা ওয়ানিটা’ প্রচারের জন্য তারা মালয়েশিয়া সফরে গিয়েছেন। এটি তাদের একসঙ্গে প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমাও বটে।
তারা জানান, সিনেমার প্রচার শেষ করে তারা সেখানে আরও কিছুদিন ছুটি কাটাবেন।
অভিনেত্রী চিত্রা বলেন, ‘যেকোনো সম্পর্কে একসঙ্গে ভালো সময় কাটানো খুব গুরুত্বপূর্ণ। পাশাপাশি দুজনেরই যদি একই শখ থাকে, তাহলে সম্পর্ক আরও মজবুত হয়। এই মুহূর্তে আমরা দুজনেই পিকলবল খেলায় খুব আগ্রহী।’
২০২৩ সালের ইন্দোনেশিয়ান সিনেমা ‘এয়ার মাটাডি উজুং সাজাদাহ’ -এ ইয়ুমনা চরিত্রে অভিনয়ে করে ব্যাপক প্রশংসা অর্জন করেন চিত্রা। তিনি সংবাদ সম্মেলনে দাম্পত্য জীবনে ধৈর্য ও বোঝাপড়ার গুরুত্বও তুলে ধরেন।
চিত্রা বলেন, ‘২০১৯ সালে বিয়ে করলেও এখনো আমরা একে অপরকে বোঝার প্রক্রিয়ার মধ্যেই আছি।’