শুটিং এ দুর্ঘটনার শিকার ইমরান হাশমি

অনলাইন ডেস্ক: বলিউড অভিনেতা ইমরান হাশমি শুটিং করতে গিয়ে গুরুতর দুর্ঘটনার শিকার হয়েছেন।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, রাজস্থানে ‘আওয়ারাপন ২’ সিনেমার শুটিং চলছে ইমরান হাশমির। সেখানে একটি উঁচু স্থানে অ্যাকশন দৃশ্যের শুটিং করার সময় হঠাৎ করেই তার পেটের পেশি ছিঁড়ে যায়। পরিস্থিতি এতটাই গুরুতর ছিল যে, শরীরের ভেতরে অভ্যন্তরীণ রক্তপাত শুরু হয়।

বিষয়টি টের পাওয়া মাত্রই তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং জরুরি ভিত্তিতে চিকিৎসকরা অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। অস্ত্রোপচার সফল হলেও চিকিৎসকরা তাকে কড়া বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছিলেন।

এরইমধ্যে ফের শুটিং শুরু করে হাশমি পেশাদারিত্বের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন। তার অনুপস্থিতিতে শুটিং বন্ধ থাকলে প্রযোজকের বিশাল অংকের লোকসান হবে এই চিন্তা থেকে তিনি বিশ্রামের বদলে কাজে ফেরার সিদ্ধান্ত নেন।

সম্প্রতি স্যোশাল মিডিয়ায় অভিনেতার একটি ছবি ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, পেটে ব্যান্ডেজ নিয়ে অত্যন্ত শারীরিক অস্বস্তির মধ্যেও গুরুত্বপূর্ণ দৃশ্যে অভিনয় করে যাচ্ছেন তিনি। চিকিৎসকদের পরামর্শ মেনে শুটিংয়ের ফাঁকে ফাঁকে তিনি নিজের যত্ন নিচ্ছেন এবং কড়া ডায়েট ও ওষুধের ওপর রয়েছেন।

Related Articles

Back to top button