পুরুষদের উচিত নারীর পোশাক-ওজন নিয়ে মন্তব্য করা বন্ধ করা: হুমা কুরেশি

অনলাইন ডেস্ক: বলিউড অভিনেত্রী হুমা কুরেশি অনলাইনে নারীদের প্রতি ক্রমবর্ধমান হয়রানি নিয়ে সরব হয়েছেন। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি স্পষ্টভাবে বলেন, বাস্তবজীবন ও অনলাইনের হেনস্তার মধ্যে কোনো পার্থক্য নেই।

হুমা জানান, সোশ্যাল মিডিয়ায় তাকে প্রায়ই অশালীন মন্তব্য ও অনুরোধের মুখে পড়তে হয়। অভিনেত্রীর ভাষায়, ‘অনলাইনে অনেকেই বলে—বিকিনিতে ছবি দাও। এগুলো নোংরা এবং দুঃখজনক।’

হুমা মনে করেন, অনলাইনে অশ্লীল ছবি পাঠানো বা অশালীন মন্তব্য করাকে ছোট করে দেখার সুযোগ নেই। তিনি বলেন, ‘যদি কেউ আমাকে অশ্লীল বার্তা পাঠায় বা পোস্টে বাজে মন্তব্য করে, তবে সেই অপরাধের শাস্তি রাস্তার হয়রানির মতোই হওয়া উচিত। কোনো পার্থক্য হওয়া উচিত নয়।’

অভিনেত্রী আরও যোগ করেন, ‘পুরুষদের উচিত নারীর পোশাক, মেকআপ, জীবনধারা কিংবা ওজন নিয়ে মন্তব্য করা বন্ধ করা।’

‘গ্যাংস অব ওয়াসিপুর’ দিয়ে ২০১২ সালে বলিউডে আলোচনায় আসেন হুমা কুরেশি। এরপর ‘জলি এলএলবি’ সিরিজ, ‘মহারানি’সহ বহু জনপ্রিয় প্রজেক্টে অভিনয় করেছেন তিনি। সামনে তাঁকে দেখা যাবে যশের সঙ্গে ‘টক্সিক’ ছবিতে।

সম্প্রতি মুক্তি পাওয়া ‘জলি এলএলবি ৩’–এ তার উপস্থিতি তুলনামূলক কম হওয়ায় সামাজিকমাধ্যমে সমালোচনার মুখে পড়ছেন অভিনেত্রী। এ প্রসঙ্গে হুমা বলেন, অনেক সময় তাঁর গুরুত্বপূর্ণ দৃশ্যগুলোই বাদ যায়। যদিও এসব বিষয়ে তাঁর নিয়ন্ত্রণ থাকে না।

Related Articles

Back to top button