সেই বিধবার বাড়িতে রিজভী

অনলাইন ডেস্ক: ফরিদপুরের নগরকান্দা উপজেলার ধুতরাহাটি-রসুলপুর বাজার এলাকার সেই বিধবা আসমা বেগমের পাশে দাঁড়ালেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ বিএনপির নেতারা।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সোমবার দুপুরে বিধবা আসমার বাড়িতে আসেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

এ সময় জেলা বিএনপির আহবায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা, সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপনসহ জেলা বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।

রুহুল কবির রিজভীসহ বিএনপির নেতারা বিধবা আসমা বেগমের সঙ্গে কথা বলেন এবং তার পাশে থাকার আশ্বাস দেন। পরে ক্ষতিগ্রস্ত নারীর হাতে তারেক রহমানের দেওয়া আর্থিক অনুদান প্রদান করেন।

রুহুল কবির রিজভী জানান, বিধবা আসমার বাড়িঘর ভাঙচুর ও তাকে জায়গা থেকে উচ্ছেদের সঙ্গে বিএনপির কোনো নেতা কিংবা কর্মী জড়িত থাকলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জেলা বিএনপির সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপন জানান, ন্যক্কারজনক ঘটনার সঙ্গে যারাই জড়িত থাকুক না কেন, তাদের আইনের আওতায় আনতে হবে।

নগরকান্দার ধুতরাহাটি-রসুলপুর বাজারের পাশে কুমার নদের পাড়ে সরকারি জায়গায় দোচালা টিনের ঘর নির্মাণ করে দীর্ঘ ২৫ বছর ধরে বসবাস করে আসছিলেন হতদরিদ্র বিধবা আসমা বেগম। ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর বিএনপির নাম ভাঙিয়ে কথিত স্থানীয় বিএনপি নেতা সালাহউদ্দিন কবির সেই বিধবার বাড়িঘরে হামলা ও ভাঙচুর করে এবং বাড়িটি দখল নেওয়ার চেষ্টা করেন।

এ নিয়ে দৈনিক যুগান্তরের অনলাইনে ‘নগরকান্দায় বিএনপি নেতার বিরুদ্ধে বিধবার বাড়ি দখলের অভিযোগ’ শিরোনামে গত ১ নভেম্বর সংবাদ প্রকাশের পর বিষয়টি নজরে আসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের

Related Articles

Back to top button