তারেক রহমান ‘নিজে’ মনোনয়নপত্র জমা দেবেন: আমীর খসরু

অনলাইন ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ‘নিজ হাতে’ মনোনয়ন জমা দেবেন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
গতকাল শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে চট্টগ্রামে দলীয় নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
সভায় নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দেওয়ার পর সাংবাদিকদের আমীর খসরু বলেন, তারেক রহমান নিজ হাতে ওনার মনোনয়ন জমা দেবেন সমস্ত জাতির সামনে। জাতির প্রত্যাশা উনি অক্ষরে অক্ষরে পালন করবেন।




