ভেনেজুয়েলার আকাশপথ ‘ঝুঁকি’ ঘোষণা যুক্তরাষ্ট্রের

অনলাইন ডেস্ক: মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) ভেনেজুয়েলার আকাশসীমায় ‘সম্ভাব্য বিপজ্জনক পরিস্থিতির’ সতর্কতা জারি করার পর দেশটিতে নির্ধারিত একাধিক আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।

গতকাল শনিবার (২২ নভেম্বর) ফ্লাইটরাডার২৪ ও মাইকুয়েটিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের তথ্য অনুযায়ী, ব্রাজিলের গোল, কলম্বিয়ার আভিয়ানকা ও ট্যাপ এয়ার পর্তুগাল কারাকাস থেকে তাদের ফ্লাইট বাতিল করেছে।

কলম্বিয়ার অ্যারোনটিকা সিভিল এক বিবৃতিতে জানায়, নিরাপত্তা পরিস্থিতির অবনতি ও এলাকায় সামরিক তৎপরতা বৃদ্ধির ফলে মাইকুয়েটিয়া আকাশপথে ‘সম্ভাব্য ঝুঁকি’ তৈরি হয়েছে।

স্পেনের আইবেরিয়া জানিয়েছে, সোমবার থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত কারাকাসগামী ফ্লাইট স্থগিত থাকবে। তবে শনিবার নির্ধারিত মাদ্রিদ ফ্লাইটটি ছেড়ে গেছে। প্রতিষ্ঠানটির একজন মুখপাত্র জানান, পরিস্থিতি পর্যবেক্ষণ করে ফ্লাইট পুনরায় চালুর সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে, কোপা এয়ারলাইন্স ও উইঙ্গোর শনিবারের নির্ধারিত ফ্লাইট ছাড়ার অনুমতি দেওয়া হয়েছে। ফ্লাইটরাডার২৪ জানায়, রোববারের ল্যাটাম এয়ারলাইন্সের বোগোটাগামী ফ্লাইটটিও বাতিল করা হয়েছে।

এফএএ তাদের নোটিশে ভেনেজুয়েলা ও আশপাশের এলাকায় ক্রমবর্ধমান নিরাপত্তা উদ্বেগ ও সামরিক কার্যক্রম বাড়ার কথা উল্লেখ করে জানায়, সব উচ্চতায় বিমান চলাচলে ঝুঁকি তৈরি হতে পারে।

সাম্প্রতিক মাসগুলোতে ওই অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। নৌবাহিনীর বৃহত্তম বিমানবাহী রণতরী, অন্তত আটটি যুদ্ধজাহাজ ও এফ-৩৫ যোদ্ধা বিমান মোতায়েন করা হয়েছে বলে জানা যায়।

Related Articles

Back to top button