দল নির্বাচন আমার হাতে নেই, অস্ট্রেলিয়া সিরিজে জায়গা না পাওয়া শামি

অনলাইন ডেস্ক: দীর্ঘ সময়ের চোট কাটিয়ে চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারত জাতীয় দলে ফিরেছেন পেসার মোহাম্মদ শামি। এরপর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও তিনি খেলেছেন, যেখানে পাঁচ ম্যাচে যৌথভাবে সর্বোচ্চ ৯ উইকেট শিকার করেন। তবে তার পর থেকে ভারতের স্কোয়াডে জায়গা হয়ে উঠেছে সীমিত। অস্ট্রেলিয়ার মাটিতে হতে যাওয়া দুই ফরম্যাটের সিরিজেও শামির নাম হয়নি।
দলে জায়গা না পাওয়া নিয়ে শামি বলেন, দল নির্বাচন আমার হাতে নেই। ফিটনেসের সমস্যা যদি থাকে, আমি নিশ্চয়ই এখানে বাংলার হয়ে খেলতাম না। আমার মনে হয় না এসব নিয়ে আমার কথা বলা ও বিতর্ক তৈরি করা উচিত। যদি চার দিনের ম্যাচ খেলতে পারি, ৫০ ওভারের ক্রিকেটও খেলতে পারি।’
ফিটনেস নিয়ে শামি বলেন, ‘আপডেট দেওয়ার ব্যাপার হলে, আপডেট দেওয়া বা চাওয়া তো আমার দায়িত্ব নয়। আমার ফিটনেসের আপডেট দেওয়ার দায়িত্ব আমার নয়। আমার দায়িত্ব হলো এনসিএ-তে (জাতীয় ক্রিকেট একাডেমি, এখন যেটির নাম সেন্টার অব এক্সিলেন্স) যাওয়া, তৈরি হওয়া ও ম্যাচ খেলা। আপডেট দেওয়া বা না দেওয়া তাদের ব্যাপার, যারা দেয়। আমার কাজ এটা নয়।
দলে ফেরার জন্য লড়াই চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি। আমার কাজ লড়াই করা, ম্যাচ খেলা ও পারফর্ম করা। দলের নির্বাচনের ব্যাপার আমার হাতে নেই। আমাকে না নেওয়া হলেও বাংলার হয়ে খেলতে কোনো সমস্যা নেই। চোট নিয়ে খেলতে চাই না, দলকে ভোগাতেও চাই না। অস্ত্রোপচারের পর শক্তভাবে ফিরতে চেয়েছিলাম। তারা যখনই চাইবে, আমি প্রস্তুত থাকব।