‘সহজক্যাশ’ নামে ভুয়া প্রতিষ্ঠানে লেনদেনে সতর্ক করলো বাংলাদেশ ব্যাংক

অনলা্ইন ডেস্ক: ‘সহজক্যাশ’ নামে কোনো প্রতিষ্ঠানকে আর্থিক লেনদেনের অনুমতি দেয়নি বাংলাদেশ ব্যাংক। তাই এই প্রতিষ্ঠানের সঙ্গে কোনো লেনদেন বা আর্থিক প্রতিশ্রুতি না দিতে নাগরিকদের সতর্ক থাকতে বলেছে কেন্দ্রীয় ব্যাংক।

গতকাল মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংক জানায়, সম্প্রতি জাতীয় কিছু পত্রিকায় ‘সহজক্যাশ লিমিটেড’ নামে একটি প্রতিষ্ঠানের চাকরির বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে।

সেখানে বলা হয়েছে, প্রতিষ্ঠানটি নাকি প্রাক-পরিচালন পর্যায়ে আছে এবং মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) চালুর অনুমোদন পেতে যাচ্ছে।

কিন্তু বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ‘সহজক্যাশ লিমিটেড’ নামে কোনো প্রতিষ্ঠানের কাছ থেকে এমএফএস চালুর অনুমোদনের আবেদন পাওয়া যায়নি। এমনকি বর্তমানে এ ধরনের কোনো আবেদন প্রক্রিয়াধীনও নয়।

কেন্দ্রীয় ব্যাংক আরও জানিয়েছে, দেশে আর্থিক লেনদেনের অনুমোদন দেওয়ার একমাত্র সংস্থা বাংলাদেশ ব্যাংক। তাই ‘সহজক্যাশ লিমিটেড’-এর সঙ্গে কোনো ধরনের আর্থিক লেনদেন, বিনিয়োগ বা চাকরির প্রতিশ্রুতি দেওয়ার আগে সবাইকে সতর্ক ও সচেতন থাকার অনুরোধ জানানো হয়েছে।

Related Articles

Back to top button