১৩ দিনে রেমিট্যান্স এসেছে ১৪ হাজার ৪৪৭ কোটি টাকা

অনলাইন ডেস্ক: চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ের প্রথম ১৩ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১১৯ কোটি ৪০ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২১ টাকা ধরে) এর পরিমাণ প্রায় ১৪ হাজার ৪৪৭ কোটি ৪০ লাখ টাকা।
গতকাল সোমবার (১৪ জুলাই) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি জুলাইয়ের প্রথম ১৩ দিনে পাঠানো রেমিট্যান্স গত বছরের একই সময়ের তুলনায় উল্লেখযোগ্য হারে বেড়েছে। ২০২৪ সালের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ৯৭ কোটি ৯০ লাখ ডলার। সে হিসেবে এবার বেশি এসেছে ২১ কোটি ৫০ লাখ ডলার—যা টাকায় প্রায় ২ হাজার ৬০১ কোটি।
এর আগে সদ্যসমাপ্ত ২০২৪-২৫ অর্থবছরের শেষ মাস জুনে রেমিট্যান্স এসেছিল প্রায় ২৮১ কোটি ৮০ লাখ ডলার, যার পরিমাণ প্রায় ৩৪ হাজার ৪০৪ কোটি টাকা। জুনের তুলনায় জুলাইয়ের প্রথমার্ধে রেমিট্যান্স প্রবাহ কিছুটা ধীর হলেও গত বছরের তুলনায় এটি স্পষ্ট উল্লম্ফন।
বিশ্লেষকেরা বলছেন, সরকার ঘোষিত রেমিট্যান্স উৎসাহ ভাতা (ইনসেনটিভ) এবং হুন্ডির বিরুদ্ধে নানা পদক্ষেপের কারণে প্রবাসীদের ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠানোর প্রবণতা বেড়েছে।
বাংলাদেশ ব্যাংকের আশা, ঈদ-পরবর্তী মাসগুলোতেও এই ধারা অব্যাহত থাকবে, যা বৈদেশিক মুদ্রার রিজার্ভ এবং সামষ্টিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।