নোয়াখালীতে হত্যাসহ ১৮ মামলার আসামি আ. লীগ নেতা গ্রেফতার

অনলাইন ডেস্ক: নোয়াখালী হাতিয়া উপজেলার সোনাদিয়া ইউনিয়ন থেকে হত্যাসহ ১৮ মামলার আসামি ইউনিয়ন আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল শুক্রবার রাতে বিশেষ অভিযান পরিচালনা করে হাতিয়া সরকারি দ্বীপ কলেজের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আজমল হোসেন ওরফে ইরাজ (৪৫) হাতিয়া উপজেলার সোনাদিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আজাহার মিয়ার ছেলে। তিনি একই ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

আজ শনিবার দুপুরে তাকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে। এর আগে, শুক্রবার সন্ধ্যায় হাতিয়া উপজেলার ওছখালী সরকারি দ্বীপ কলেজের সামনের সড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমল হুদা বলেন, গ্রেফতার ইরাজের বিরুদ্ধে দুটি হত্যাসহ ১৮টি মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করে পুলিশ। শনিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হবে।

নোয়াখালী

Related Articles

Back to top button