মেঘনায় বাল্কহেড-স্পিডবোট সংঘর্ষে নিহত বেড়ে ৩

অনলাইন ডেস্ক: মুন্সিগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে বাল্কহেডের সঙ্গে স্পিডবোটের সংঘর্ষের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে।

গতকাল শুক্রবার (১০ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে গজারিয়ার গুয়াগাছিয়া ইউনিয়নের কালীপুরা সংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের জামালপুর গ্রামের মালদ্বীপ ফেরত ওদুদ বেপারি (৩৫), মুন্সীগঞ্জের সদর উপজেলার বাবুল (৪০) পার্শ্ববর্তী চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার সাকিব (২৬)। দুর্ঘটনায় নাঈম (২৪) নামের আরও একজন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। তবে এ দুর্ঘটনায় এখনও পর্যন্ত কতজন নিখোঁজ রয়েছেন কিংবা আহত হয়েছেন তা নিশ্চিত করে জানাতে পারেন নি পুলিশের কর্মকর্তারা।

গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার আলম আজাদ বলেন,নদীতে একটি ট্রলারে সঙ্গে রাতের অন্ধকারে দ্রুতগতির স্পিডবোটের সংঘর্ষ হয়। খবর পেয়ে গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্স গেলে আহত একজনকে ঢাকায় পাঠানো হয় এবং তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে কতজন আহত হয়েছেন তা এখনও জানতে পারিনি। শুনেছি স্পিডবোটে ১০-১২ জন ছিলেন।

স্পিডবোট থাকা নিহত মালদ্বীপ ফেরত ওদুদ বেপারি’র স্ত্রী ফেরদৌসী বলেন, শুক্রবার রাতে একটি অনুষ্ঠান শেষে মতলব উত্তর উপজেলা বেলতলী গ্রাম থেকে আসার পথে নদীতে একটি ট্রলারের সঙ্গে স্পিডবোটের সংঘর্ষ হয়। সূত্র: দৈনিক ইত্তেফাক

Related Articles

Back to top button