নির্ধারিত সময়ে নির্বাচন আয়োজনে আমরা বদ্ধপরিকর: আসিফ নজরুল

অনলাইন ডেস্ক: আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, ‘জাতীয় সংসদ নির্বাচন বিলম্বিত হওয়ার কোনো কারণ নেই’, এবং আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন অনুষ্ঠিত হবে। রোববার (৯ নভেম্বর) রাজশাহী লিগ্যাল এইড অফিসে বিচারকদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

আইন উপদেষ্টা বলেন, ‘আমাদের দেশে ১৬-১৭ বছর ধরে নির্বাচন হয় না। ইলেকশনের অভ্যাসটাই হারিয়ে গেছে। অনেক মানুষের বয়স ৩২-৩৪ হয়েছে। কিন্তু জীবনে একবারও ভোট দিতে পারেনি। প্রায় ৫ কোটি মানুষ কখনও ভোট দিতে পারেনি, এটা কত গুরুত্বপূর্ণ বিষয়! আমি যেখানে যাই, পোস্টার দেখতে পাচ্ছি, মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখতে পাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘সরকার নির্ধারিত সময়েই নির্বাচন আয়োজনের ব্যাপারে বদ্ধপরিকর।’

নির্বাচন বিলম্বিত করার মতো কোনো ঘটনা নেই বলে জানান আইন উপদেষ্টা। তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি, অবশ্যই নির্ধারিত সময়েই নির্বাচন হবে। কোনো বিকল্প চিন্তা বা নির্বাচন না হলে কী হবে, এই প্রশ্ন আমাদের মাথায় নেই। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, সব রাজনৈতিক দল নির্বাচনের রাজনীতিতে বিশ্বাস করে। উৎসবমুখর পরিবেশ সৃষ্টিতে যা যা প্রয়োজন, সরকার তা করবে।’

Related Articles

Back to top button