বেগম জিয়া কোনো দলের একক সম্পদ নয়: মো. তাহের

অনলাইন ডেস্ক: বেগম জিয়া কোনো দলের একক সম্পদ নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ. তাহের।

গতকাল সোমবার (১ ডিসেম্বর) দুপুরে রাজধানীর গুলশানে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা বলেন তিনি। গত সপ্তাহে তার হার্টে রিং পরানো হয় এ হাসপাতালটিতে।

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে উৎকণ্ঠায় রয়েছে তার দল-এ কথা জানিয়ে তিনি আরও বলেন, বেগম জিয়া কোনো দলের একক সম্পদ নয়, সত্যিকারের দেশপ্রেমিক এবং আপসহীন নেত্রী হিসেবে খালেদা জিয়া গোটা দেশের সম্পদ।

মো. তাহের বলেন, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে উৎকণ্ঠা ও শঙ্কায় আছি আমরাও। বাংলাদেশের আজকের প্রেক্ষাপটে সকল দলের মধ্যে আরও অনেক বেশি সমঝোতা ও ঐক্য প্রয়োজন-এ কথা উল্লেখ করে তিনি বলেন, আগামী দিনের রাজনীতি সামলাতে সকলের প্রাজ্ঞতা এবং ঐক্যবদ্ধ হওয়া উচিত।

Related Articles

Back to top button