বলিউড নায়িকাদের পারিশ্রমিক বৈষম্য

অনলাইন ডেস্ক: চলচ্চিত্রে অভিনয়শিল্পীদের পারিশ্রমিক বৈষম্য নিয়ে বিতর্ক নতুন নয়। দীর্ঘদিন ধরেই অভিযোগ, অভিনেতাদের তুলনায় অভিনেত্রীরা পান কম পারিশ্রমিক এবং কম সুযোগ-সুবিধা।
সম্প্রতি আট ঘণ্টার শুটিং শিফট দাবি করে বলিউডে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন দীপিকা পাড়ুকোন। সেই দ্বিমতের মাঝেই এবার সরব হলেন বলিউডের নন্দিত অভিনেত্রী মাধুরী দীক্ষিত। তিনি নায়িকাদের পারিশ্রমিক বাড়ানোর দাবি তুলতেই বিষয়টি নিয়ে আবারও উত্তপ্ত সিনেমা অঙ্গন।
মাধুরী দীক্ষিত স্পষ্ট ভাষায় বলেন, ‘শুধু ফিল্ম ইন্ডাস্ট্রি নয়, বেতন বৈষম্য প্রতিটা কর্পোরেট সেক্টরেই দেখা যায়। কিন্তু বিষয়টিকে সবাই খুব স্বাভাবিকভাবে নিয়ে অভ্যস্ত হয়ে গিয়েছে। এই বৈষম্য বহুদিনের। সবাই অনেকদিন ধরেই এ বিষয়ে লড়ে যাচ্ছেন। নায়িকাদের পারিশ্রমিক বাড়ানোই উচিত। আমি বলছিনা, পুরুষদের তুলনায় বেশি দিতে হবে। কিন্তু কোথাও একটা সমতা থাকা তো দরকার।’ এতেই শুরু হয়েছে নতুন বিতর্ক।
সোশ্যাল মিডিয়ায় অনেকে মাধুরীর পক্ষে মত দিচ্ছেন, আবার কেউ কেউ বলছেন তারকারাই যখন সমতার কথা বলেন, তখন ইন্ডাস্ট্রি আরও বড় পরিবর্তনের মুখ দেখবে। নায়িকাদের পারিশ্রমিক-বৈষম্য থেকে কাজের সময়সীমা-দুই ইস্যুতেই স্পষ্ট অবস্থান নেওয়ায় ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন মাধুরী দীক্ষিত। তার বক্তব্য ইন্ডাস্ট্রির ভেতরকার বৈষম্যকে নতুন করে সামনে এনে দিয়েছে, আর তাতেই তৈরি হয়েছে তুমুল আলোচনা। বলিউডে ক্যারিয়ারের শুরু থেকেই মাধুরী ছিলেন প্রথম সারির নায়িকা। অনিল কাপুর, সঞ্জয় দত্ত, শাহরুখ খান, সালমান খান, আমির খান-প্রায় সব শীর্ষ নায়কের সঙ্গেই কাজ করেছেন তিনি।




