ট্রাম্পের অধীনে আটক শত শত অভিবাসীকে জামিনে মুক্তির নির্দেশ বিচারকের

অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রের শিকাগোতে ট্রাম্প প্রশাসনের অভিবাসন অভিযানে আটক শত শত অনিবন্ধিত অভিবাসীকে জামিনে মুক্তির নির্দেশ দিয়েছেন একজন ফেডারেল বিচারক।

বুধবার (১২ নভেম্বর) ডিস্ট্রিক্ট জজ জেফরি কামিংস আদেশে বলেছেন, যেসব অভিবাসী নিরাপত্তার জন্য হুমকি নন, তাদের অভিবাসন মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জামিনে মুক্তি দেওয়া যাবে।

শিকাগো ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়েছে, যাদের সম্ভাব্য কোনো কারণ ছাড়াই গ্রেপ্তার করা হয়েছিল, বিচারকের এই আদেশ সেসব অভিবাসীদের ক্ষেত্রে প্রযোজ্য।

বিচারকের আদেশ অনুযায়ী, আটক ব্যক্তিদের ১ হাজার ৫০০ ডলারের জামিনে মুক্তি দেওয়া যাবে এবং তাদের ওপর নজরদারির ব্যবস্থা থাকবে।

শিকাগো অঞ্চলে ‘অপারেশন মিডওয়ে ব্লিটজ’ নামে অভিবাসন অভিযানের সময় হাজার হাজার অভিবাসী গ্রেপ্তার হয়েছে। আটকদের অনেকেই ইতোমধ্যে নির্বাসিত হয়েছে অথবা স্বেচ্ছায় দেশত্যাগ করতে সম্মত হয়েছে।

Related Articles

Back to top button