টঙ্গীতে বিকাশকর্মীকে গুলি করে প্রায় ১৫ লাখ টাকা ছিনতাই, আহত ২

অনলাইন ডেস্ক: গাজীপুরের টঙ্গীতে এক বিকাশকর্মীকে গুলি করে প্রায় ১৪ লাখ ৭৭ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া সাতটার দিকে টঙ্গী পূর্ব থানাধীন আনারকলি রোড এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাতে আরও একজন আহত হন।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে এবং ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকাশ এজেন্টের প্রতিনিধি আরিফ হোসেন (২৭) ও আজাদ (৩২) মোটরসাইকেলে করে নগদ অর্থ বহন করে যাচ্ছিলেন। তারা টঙ্গীর আনারকলি রোডে মেসার্স টঙ্গী স্যানিটারি অ্যান্ড হার্ডওয়্যারের সামনে পৌঁছালে পায়ে হেঁটে আসা দুই থেকে তিনজন অজ্ঞাতনামা দুর্বৃত্ত তাদের মোটরসাইকেলের গতিরোধ করে।
এ সময় দুর্বৃত্তরা সঙ্গে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে তারা বাধা দেন। একপর্যায়ে ছিনতাইকারীরা আরিফ হোসেনের বুকের ডান পাশে গুলি করে এবং বাম পাশে ধারালো চাকু দিয়ে গুরুতর জখম করে। এ ছাড়া আজাদকেও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। পরে দুর্বৃত্তরা তাদের কাছ থেকে ১৪ লাখ ৭৭ হাজার টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।
পরে স্থানীয়দের সহায়তায় আহতদের টঙ্গী সরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক গুলিবিদ্ধ আরিফ হোসেনের অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। আহত আজাদকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।




