হাদির ওপর হামলায় জড়িতদের দেশত্যাগ ঠেকাতে সীমান্তে সতর্কতা

অনলাইন ডেস্ক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর হামলার ঘটনায় জড়িতদের দেশত্যাগ ঠেকাতে দিনাজপুরের হিলি সীমান্ত এলাকায় সতর্কতা জারি করেছে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়ন।

গতকাল শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার (১২ ডিসেম্বর) ঢাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর হামলায় জড়িত আসামিরা যাতে দেশত্যাগ করতে না পারে সেজন্য জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের আওতায় সমস্ত সীমান্ত এলাকায় সর্তকতা জারি করা হয়েছে। এছাড়াও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

এ ছাড়া গুরুত্বপূর্ণ স্থাপনা ও এলাকায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে সন্দেহভাজন ব্যক্তি, যানবাহন ও মোটরবাইক তল্লাশি করা হচ্ছে। বিচ্ছিন্ন বা এলোমেলোভাবে চলাচলকারী ব্যক্তিদেরও যাচাই করা হচ্ছে। শহর এলাকায় সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবির দুটি পিকআপে নিয়মিত টহল কার্যক্রম চালু রাখা হয়েছে।

Related Articles

Back to top button