আফগান তারকা ব্যাটারকে দলে ভেড়ালো ঢাকা ক্যাপিটালস

অনলাইন ডেস্ক: আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলবেন আফগানিস্তানের তারকা ব্যাটার রহমানুল্লাহ গুরবাজ। শুক্রবার (১২ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে গুরবাজকে দলে ভেড়ানোর বিষয়টি নিশ্চিত করেছে রাজধানীর ফ্র্যাঞ্চাইজিটি।

এর আগে দুই মৌসুমে ভিন্ন দুই দলের হয়ে বিপিএল খেলেছেন গুরবাজ। ২০১৯-২০ মৌসুমে খুলনা টাইগার্সের হয়ে ৫ ম্যাচ খেলে ১টি হাফ-সেঞ্চুরিতে ৯৮ রান করেছিলেন তিনি। এরপর ২০২২-২৩ মৌসুমে রংপুর রাইডার্সের হয়ে দুই ম্যাচে ৭৫ রান করেন গুরবাজ।

বর্তমানে ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে (আইএল) গালফ জায়ান্টসের হয়ে খেলছেন গুরবাজ। ইতোমধ্যে চার ম্যাচ খেলে ১টি অর্ধশতকে ১০৬ রান করেছেন তিনি।

বিপিএলের ১২তম আসরকে সামনে রেখে দেশি-বিদেশিদের সমন্বয়ে শক্তিশালী দল গঠন করেছে ঢাকা ক্যাপিটালস। দেশিদের মধ্যে আছেন-সাইফ হাসান, তাসকিন আহমদ, শামীম হোসেন পাটোয়ারি, মোহাম্মদ সাইফুদ্দিন, সাব্বির রহমান, নাসির হোসেন-তাইজুল ইসলামরা। বিদেশিদের মধ্যে গুরবাজ ছাড়াও অ্যালেক্স হেলস, ইমাদ ওয়াসিম ও দাসুন শানাকার মতো ক্রিকেটাররা দলে আছেন।

Related Articles

Back to top button