ইন্ডাস্ট্রিতে আমার সবচেয়ে কমফোর্ট জোন আবীর: জয়া আহসান

অনলাইন ডেস্ক: দুই বাংলার সিনেমায় অবাধে কাজ করে চলেছেন অভিনেত্রী জয়া আহসান। এপার বাংলার চেয়ে ওপার বাংলাতেই তার কাজের পরিধি বেশি। এক যুগেরও বেশি সময় ধরে কলকাতায় নিয়মিত বড় পর্দায় অভিনয় করছেন জয়া, কাজ করেছেন বহু নায়কের সঙ্গে।

তবে সবাইকে ছাড়িয়ে একজন সহশিল্পীর সঙ্গে নিজের বোঝাপড়াকে সবচেয়ে এগিয়ে রাখতে চান জয়া। তিনি হলেন কলকাতার হার্টথ্রব নায়ক আবীর চট্টোপাধ্যায়।

পরিচালক-অভিনেতা অরিন্দম শীলের হাত ধরে ২০১০ সালে ‘আবর্ত’ সিনেমার মধ্য দিয়ে জয়ার কেবল কলকাতা যাত্রাই শুরু হয়নি। চলচ্চিত্রের ক্যারিয়ারও খুলে যায় ওই কাজটির মাধ্যমে। ওই সিনেমায় জয়ার বিপরীতে দুই নায়কের একজন ছিলেন আবীর চট্টোপাধ্যায়।

সংবাদমাধ্যম ‘এই সময়’কে জয়া বলেন, ‘ইন্ডাস্ট্রিতে নানা ধরনের মানুষের সঙ্গে আমাদের কাজ করতে হয়। আবীর হল তাদের মধ্যে অন্যতম। একজন অত্যন্ত নির্ঝঞ্ঝাট মানুষ। ওর সঙ্গে আমার সবচেয়ে বেশি কাজ। আর সবচেয়ে বড় কথা হল ইন্ডাস্ট্রিতে আমার সবচেয়ে কমফোর্ট জোন আবীর।’

এছাড়া কৌশিক গাঙ্গুলির পরিচালনায় ‘বিসর্জন’, ‘বিজয়া’, ‘পুতুল নাচের ইতিকথা’সহ আরো অনেক সিনেমায় আবীর-জয়া জুটি প্রশংসা কুড়িয়েছে।

আবীরকে নিয়ে জয়া বলেন, ‘আমি কখনও দেখিনি ও কোনও আড্ডায় বা কখনও কোথাও কাউকে নিয়ে সমালোচনা করছে। কেউ কষ্ট পেতে পারে এরকম কথা আমি আবীরকে কখনও বলতে শুনিনি। তাই ওর জায়গা আমার জীবনে অনেকটা উপরে। একটু বেশিই সমালোচনাহীন মানুষ।’

কিছুদিন আগে মুক্তি পেয়েছেন জয়া-আবীর অভিনীত ‘পুতুল নাচের ইতিকথা’ সিনেমাটি। সেই সিনেমার প্রমোশনে তারা গিয়েছিলেন যাদবপুর ইউনিভার্সিটিতে। সেখানকার অভিজ্ঞতা নিয়ে জয়া বলেন, ‘আবীর ঢোকার সঙ্গে সঙ্গে সে যা হলো। আমাদের দিকে আর কে তাকাবে, আমাদের কথা কারও তখন কান দিয়ে মাথা পর্যন্ত পৌঁছাচ্ছে না। সবাই শুধু ওর দিকেই তাকিয়ে রয়েছে। মুগ্ধ নয়নে সবাই আবীরকে দেখছে। আমিও দেখছিলাম যে আহা কী অপূর্ব এই দৃশ্য। ওর জন্য অনুরাগীরা কতটা পাগল। এই ভক্তদের সামলে রাখা এবং সবটা এমন যত্নে রাখাও খুব কঠিন কাজ। আবীর খুব সুন্দর মেনটেন করে।’

জয়া মনে করেন আবীরের কাছ থেকে শেখার আছে অনেক। কারণ সংসার এবং কর্মজীবন পাশাপাশি চালিয়ে যাওয়ার মত কঠিন কাজটি আবীর করছেন খুব সুন্দরভাবে।

চলতি বছরে জয়ার বেশ কয়েকটি সিনেমা মুক্তি পেয়েছে। বাংলাদেশে মুক্তি পেয়েছে ‘তাণ্ডব’, ‘উৎসব’, ‘ফেরেশতে’ এবং ‘জয়া আর শারমিন’। আর কলকাতায় মুক্তি পেয়েছে ‘ডিয়ার মা’ ও ‘পুতুল নাচের ইতিকথা’ সিনেমা।

Related Articles

Back to top button