তারেক রহমান ১০ দিনের মধ্যে দেশে ফিরবেন: এ্যানি

অনলাইন ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার পরিস্থিতি না হলে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব দ্রুত দেশে ফিরবেন বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
গতকাল বুধবার (১০ ডিসেম্বর) লক্ষ্মীপুর পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বেড়ির মাথা এলাকায় আয়োজিত এক উঠান বৈঠকে এ কথা বলেন তিনি।
শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ‘তারেক রহমান সহসাই আমাদের মধ্যে আসবেন। কারণ একদিকে আমরা অপেক্ষা করছি যদি কোনো কারণে বেগম খালেদা জিয়াকে বাইরে নিতে হয়; লন্ডন গিয়ে চিকিৎসা করলো। সেখানে ছেলেকে থাকতে হবে। আর যদি বিদেশে নেওয়ার মতো পরিস্থিতি না হয় তাহলে তারেক রহমান দ্রুত দেশে চলে আসবে। হয়তো বা দুই-চার-দশদিনের মধ্যে তিনি চলে আসবে।’
খালেদা জিয়ার বর্তমান অবস্থার জন্য আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে দায়ী করে এ্যানি বলেন, ‘গত ১৭ বছরের হাসিনার অত্যাচার-নির্যাতনে আপসহীন নেত্রী খালেদা জিয়ার এমন অবস্থা হয়েছে। মিথ্যা মামলায় সাজা দিয়ে কারাগারে বন্দী রাখা হয়েছিল তাকে। শুধু তা–ই নয়, যে খাবারগুলো খেতেন, তাতে বিষ মিশিয়ে দেওয়া হতো। সুস্থ মানুষ জেলে গেছেন। সেখান থেকে অসুস্থ হয়ে বের হয়েছেন। এর জন্য শেখ হাসিনা দায়ী।’
মহিলা দলের নেতাকর্মী ও শিক্ষার্থীদের উদ্দেশ্য করে এ্যানি বলেন, ‘বর্তমান প্রজন্মের নারীরা দেশের নেতৃত্বে দিচ্ছেন। দেশ বদলে গেছে। এখন আর দেশ আগের জায়গায় নেই। বিএনপি ক্ষমতায় গেলে নারীদের অধিকার নিশ্চিত করা হবে।’
উঠান বৈঠকে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব সাহাবুদ্দিন, লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন প্রমুখ।



