দেশের বাজারে কমেছে স্বর্ণের দাম

অনলাইন ডেস্ক: সবশেষ সমন্বয়ের মাধ্যমে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) দেশের বাজারে স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৫০ টাকা কমিয়েছে। এই সিদ্ধান্ত অনুযায়ী, আজ সোমবার (৮ ডিসেম্বর) থেকেই সর্বশেষ সমন্বয়কৃত দামে মূল্যবান এই ধাতু বিক্রি হচ্ছে।

গত ২ ডিসেম্বর রাতে দেওয়া এক বিজ্ঞপ্তিতে বাজুস এই মূল্য হ্রাসের ঘোষণা দেয়। বর্তমান বাজারদর অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ১১ হাজার ৯৫ টাকায়।

এছাড়া, ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১ হাজার ৪৯৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭২ হাজার ৭০৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৪৩ হাজার ৬৮৯ টাকায় বেচাকেনা হচ্ছে।

এর আগে, গত ১ ডিসেম্বর দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস, সে সময় ভরিতে ১ হাজার ৫৭৫ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ১২ হাজার ১৪৫ টাকা নির্ধারণ করা হয়েছিল।

তবে বর্তমান বিক্রয়মূল্যের সঙ্গে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস-নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি আবশ্যিকভাবে যুক্ত করতে হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

চলতি বছর এ নিয়ে মোট ৮৩ বার দেশের বাজারে সমন্বয় করা হলো স্বর্ণের দাম, যার মধ্যে ৫৬ বার দাম বাড়ানো হয়েছে এবং কমেছে মাত্র ২৭ বার। অন্যদিকে, স্বর্ণের দাম সমন্বয় করা হলেও দেশের বাজারে রুপার দাম অপরিবর্তিত রয়েছে।

দেশে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৪ হাজার ২৪৬ টাকায়। এছাড়া, ২১ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৪৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৪৭৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ২ হাজার ৬০১ টাকায়।

চলতি বছর এখন পর্যন্ত ৯ বার সমন্বয় করা হয়েছে রুপার দাম, এর মধ্যে ৬ বার বেড়েছে এবং কমেছে মাত্র ৩ বার।

Related Articles

Back to top button