কখনো ভাবিনি জীবনে এমন কাউকে পাব: আমির খান

অনলাইন ডেস্ক: বলিউড অভিনেতা আমির খান ও কিরন রাওয়ের ডিভোর্স হয়েছে অনেকদিন। এরপর থেকে থেমে নেই আমিরের নতুন প্রেমচর্চা। বর্তমানে অভিনেতা আলোচনার জন্ম দিয়েছেন তার নতুন প্রেমিকা গৌরী স্প্র্যাটকে সামনে এনে। দুই বছরেরও বেশি সময় ধরে সম্পর্কে রয়েছেন আমির-গৌরী।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি লিডারশিপ সামিট ২০২৫-এ উপস্থিত হয়ে আমির তার প্রেম জীবন সম্পর্কে খোলামেলা কথা বলেছেন।

সাক্ষাৎকারে গৌরীর সঙ্গে তার সম্পর্ক প্রসঙ্গে মিস্টার পারফেকশনিস্ট বলেন, এই বয়সে এসে তিনি আবার প্রেমে পড়বেন, তা কখনো ভাবেননি। তিনি বলেন, আমি কখনো ভাবিনি যে, আমার জীবনে আবার এমন কাউকে পাব।

আমির খান বলেন, আমার মনে হয়েছিল বাকিটা পথ হয়তো আমাকে একাই চলতে হবে। কিন্তু গৌরীর সঙ্গে দেখা হওয়ার পর পুরো পরিস্থিতি পাল্টে যায়। গৌরী আমার জীবনে স্থিরতা নিয়ে এসেছে।

এ সময় মিস্টার পারফেকশনিস্ট তার অতীতের দুই দাম্পত্য জীবন নিয়ে বলেন, তার আগের দুটি বিয়েই টেকেনি। কিন্তু তা সত্ত্বেও তিনি রিনা দত্ত, কিরণ রাও এবং বর্তমান প্রেমিকা গৌরীর সঙ্গে দেখা হওয়ায় নিজেকে ভীষণ ভাগ্যবান মনে করছেন। তার জীবনে তাদের প্রত্যেকের অবদান অনস্বীকার্য বলেও জানান আমির খান।

Related Articles

Back to top button