পরিবারের কঠিন শর্তেই ভেঙেছিল অক্ষয়-শিল্পার প্রেম

অনলাইন ডেস্ক: নব্বইয়ের দশকে বলিউডের আলোচিত তারকা জুটি অক্ষয় কুমার ও শিল্পা শেঠির প্রেম ছিল অনেকটা ‘ওপেন সিক্রেট’। প্রায়ই একসঙ্গে দেখা যেত বিভিন্ন পার্টি, রেড কার্পেট বা ফটোশ্যুটে। তাদের এই সম্পর্কের কথা জানতো দুই পরিবারও, এমনকি বিয়ের কথাও চলছিল। কিন্তু হঠাৎ করেই বিচ্ছেদ হয় এই জুটির।
সম্প্রতি অক্ষয় কুমার ও শিল্পা শেঠির প্রেম ও বিচ্ছেদ নিয়ে মুখ খুলেছেন অক্ষয়ের দীর্ঘদিনের সহকর্মী ও চলচ্চিত্র নির্মাতা সুনীল দর্শন। এক সাক্ষাৎকারে তিনি শিল্পা শেঠি ও অক্ষয় কুমারের সম্পর্ক ভাঙার কারণ তুলে ধরেন। জানান, শিল্পা শেঠির পরিবারের আরোপিত শর্তই বিচ্ছেদ ঘটায় এই আলোচিত জুটির।
বলিউড ঠিকানায় দেওয়া এক সাক্ষাৎকারে সুনীল জানান, তারা ছিলেন সবচেয়ে ‘সুদর্শন জুটি’, কিন্তু ভাগ্যের ভিন্ন পরিকল্পনা ছিল তাদের নিয়ে।
শিল্পা শেঠির মা-বাবার দেওয়া শর্ত সম্পর্কে জিজ্ঞাসা করা হলে সুনীল বলেন, ‘মা–বাবা হিসেবে, তাদের মেয়ের নিরাপত্তার জন্য মা–বাবার যা কিছু প্রয়োজন, সেটাই তারা চেয়েছিলেন। এটা কোনো ভুল নয়।’
সুনীলের কাছে তখন জানতে চাওয়া হয়, তিনি আর্থিক নিরাপত্তার কথা বলছেন কি না? উত্তরে এই পরিচালক বলেন, ‘সব ধরনের নিরাপত্তাই, সব মা-বাবা এটা চান।’
তাদের বিচ্ছেদের সময়ের কথা বলতে গিয়ে সুনীল বলেন, ‘এক রিশতা’ সিনেমার শুটিং শুরু হওয়ার পরই তাদের বিচ্ছেদ হয়।




