কাজল

‘বাবা-মায়ের সঙ্গে সন্তানদের তর্কবিতর্ক হওয়া প্রয়োজন’

অনলাইন ডেস্ক: বাবা-মা যা বলবেন, সেই কথাই মুখ বুজে সন্তানরা মেনে নেবে-এমন চর্চায় বিশ্বাসী নন বলিউড অভিনেত্রী কাজল। বরং কোনো বিষয়ে যুক্তিতর্ক দানা বাঁধলে সন্তানের নিজস্ব দৃষ্টিভঙ্গি গড়ে ওঠে বলে মনে করেন তিনি।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনযায়ী, রেণুকা শাহানের মারাঠি সিনেমা ‘উত্তর’ এর ট্রেইলার প্রকাশ অনুষ্ঠানে গিয়ে সন্তানদের সঙ্গে তার সম্পর্ক নিয়ে কথা বলেন কাজল।

দুই ছেলেমেয়ে নিসা এবং যুগের সঙ্গে কোনো বিষয়ে মতের মিল না হলে, এবং তা নিয়ে তর্কবিতর্ক হলে তা উপভোগ করেন বলে জানিয়েছেন তিনি।

সন্তানদের সঙ্গে তর্কবিতর্ক হলে পরিস্থিতি কীভাবে সামাল দেন জানতে চাইলে কাজল বলেন, ‘ঈশ্বরের অশেষ কৃপায় আমার মেয়ে এই প্রশ্নের উত্তর দিতে এখানে উপস্থিত নেই। থাকলে এটা নিয়েও তর্ক করত। তবে এটা ঠিক বাবা-মায়ের সঙ্গে সন্তানদের তর্কবিতর্ক হওয়া প্রয়োজন আছে।’

এ ধরনের মতবিরোধ ‘স্বাস্থ্যকর’ মন্তব্য করে কাজল বলেন, ‘যদি আমি মনে করি মতের মিল হচ্ছে না, তাহলে এর অর্থ হল আমি এমন একজন মানুষকে বড় করে তুলেছি যে প্রশ্ন করতে পারে। সব সময় অন্যের কথা মেনে নেওয়া নয় বরং প্রশ্ন করতে শিখতে হয়। আমার মেয়ের সঙ্গে বহু বিষয়ে মতবিরোধ হয়।’

কাজল জানান, তিনি তার মায়ের সঙ্গে তেমন কিছু করেননি। অভিনেত্রীর মা তনুজা সঙ্গে সঙ্গে এর প্রতিবাদ করে বলেছেন, কাজল প্রতি মুহূর্তেই তার কথার বিরোধিতা করত।

Related Articles

Back to top button