দুরন্ত গতিতে ছুটছেন আমিরুল, কোরিয়াকে হারিয়ে বাংলাদেশের ইতিহাস

অনলাইন ডেস্ক: ভারতে অনুষ্ঠানরত বিশ্বকাপ জুনিয়র হকিতে আরও এক জয় তুলে নিয়েছে বাংলাদেশ। ইতিহাস করা ম্যাচে বাংলাদেশ ৫-৩ গোলে হারিয়েছে দক্ষিণ কোরিয়াকে। বাংলাদেশের হকির জন্য এক বিরাট গৌরবের রাত। হকিতে শক্তিশালী কোরিয়াকে হারানো সহজ কথা নয়।
অথচ গতকাল দক্ষিণ কোরিয়া নিশ্চিত ম্যাচ জয়ের পথে চলে যাচ্ছিল। সেই কেড়ে নিয়েছেন মুন্না, হোজাইফা, আমান, সিয়াম, দ্বীন ইসলাম, আশরাফুল আমিরুল, সামিনরা। চেন্নাই থেকে মাদুরাইয়ে এসে যেন আরও জ্বলে উঠলো বাংলাদেশ অনূর্ধ্ব-২১ হকি দল। পরশু ওমানের বিপক্ষে ১৩-০ গোলে জিতেছে।
আগামীকাল অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচ। জিতলে অনূর্ধ্ব-২১ বিশ্বকাপ হকির মাঠে টানা তিন ম্যাচ জয়ের রেকর্ড হবে, নতুন ইতিহাস হবে। একই সঙ্গে বাংলাদেশকে দেওয়া হবে একটি শিল্ড। মাদুরাই থেকে হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক রিয়াজুল হাসান জানিয়েছেন, নিচের গ্রুপে ৮টি দল খেলছে। এখানে তিন ম্যাচ জিতলে ট্রফি বা শিল্ড দেবে বলে শুনেছি। তিনি বলেন, ‘যেটাই দিক, সেটা নিয়ে কোনো চিন্তা নেই। আমরা শেষ ম্যাচও জিততে চাই। ছেলেরা ভালো খেলছে, তারা কথা শুনছে। আমরা ভালো করার চেষ্টা করবো। সেটা একটু একটু হচ্ছে। শেষটা ভালো করতে পারলেই হয়।’
গতকাল মাদুরাইয়ে কোরিয়া প্রথম কোয়ার্টারে ফিল্ড গোল করে এগিয়ে যায় ১-০, দ্বিতীয় কোয়ার্টারে স্ট্রোকে ২-০ তে এগিয়ে যায় কোরিয়া। পিছিয়ে থাকা ম্যাচে বাংলাদেশের ছেলেরা পেনাল্টি কর্নার আদায় করেন। দুই মিনিট ব্যবধানে দুটি পেনাল্টি কর্নার থেকে গোল করেন পেনাল্টি কর্নার স্পেশালিস্ট তারকা আমিরুল ইসলাম, ২-২। দ্বিতীয় কোয়ার্টারেই ২ গোল শোধ করে বিরতিতে যায় বাংলাদেশ, ২-২। তৃতীয় কোয়ার্টারে পেনাল্টি কর্নার থেকে হ্যাটট্রিক পূর্ণ করেন আমিরুল ইসলাম ৩-২। এগিয়ে যায় বাংলাদেশ, শুরু হয় উত্তেজনাপূর্ণ লড়াই। ২ গোলে পিছিয়ে থাকা বাংলাদেশের ছেলেরা গোল শোধ করে, হ্যাটট্রিক করল এগিয়েও গেল। ফিল্ড গোলে স্কোরবোর্ডে ৪-২ করেন জয়।

শেষ কোয়ার্টারে যুদ্ধে নেমে ছিল কোরিয়া। বাংলাদেশের কাছে হেরে যাওয়ার লজ্জা মেনে নিতে পারছিল না। কারণ গ্রুপ পর্বের খেলায় দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৩-০ গোলে পিছিয়ে থাকা বাংলাদেশ ৩ গোল শোধ করে ম্যাচটা ড্রয়ে নামিয়ে এনেছিল। সেবারও হ্যাটট্রিক করেছিলেন আমিরুল ইসলাম। এবারও সেই আমিরুলের ড্রাগ অ্যান্ড ফ্লিকে কুপোকাত হওয়া কোরিয়া শেষ বিন্দু দিয়ে লড়াই করতে নামে। চতুর্থ কোয়ার্টারে পেনাল্টি কর্নারে গোল করে ব্যবধান কমায় কোরিয়া, ৩-৪।
শেখ কোয়ার্টারে বৃষ্টি হয়েছিল। সমতা আনার জন্য কোরিয়া তাদের গোলরক্ষককে মাঠের বাইরে পাঠিয়ে আক্রমণভাগের খেলোয়াড় নামায়। পেছনে দক্ষিণ কোরিয়ার পোস্ট ফাঁকা হয়ে যায়, গোলরক্ষকবিহনী ফাঁকা পোস্টে গোলের সুযোগ নিয়ে সফল হয় বাংলাদেশ। গোল করেন রকি, ৫-৩। কোরিয়ার বিপক্ষে দুই বার ম্যাচ সেরা হলেন আমিরুল ইসলাম। গ্রুপ পর্ব-সহ ৫ খেলায় আমিরুল ইসলামের গোল সংখ্যা ১৫। হ্যাটট্রিক রয়েছে ৪টা।




