ছাত্রশক্তির নেত্রী জেদনীকে বিয়ে করলেন এনসিপির হান্নান মাসউদ

অনলাইন ডেস্ক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ বিয়ে করেছেন জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক শ্যামলী সুলতানা জেদনীকে। শুক্রবার (৫ ডিসেম্বর) এই বিবাহ সম্পন্ন হয়।

এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন নিজের ফেসবুকে নবদম্পতির ছবি প্রকাশ করে বিষয়টি নিশ্চিত করেন। তিনি পোস্টে লেখেন— জুলাইয়ের অনুপ্রেরণায় গড়ে ওঠা দুই তরুণ রাজনীতিবিদের এই আয়োজনে থাকতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি।

গত ১৮ সেপ্টেম্বর রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় জেদনীর বাসায় দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে তাদের বাগদান সম্পন্ন হয়। এর পরপরই দুই পরিবার বিয়ের তারিখ চূড়ান্ত করে।

পরিবার সূত্রে জানা গেছে, শ্যামলী সুলতানা জেদনী লক্ষ্মীপুর জেলার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে জাতীয় ছাত্রশক্তির রাজনীতির সঙ্গে যুক্ত এবং বর্তমানে সংগঠনের ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

Related Articles

Back to top button