বস্ত্রখাতে আবেগের বশবর্তী হয়ে কোনো ভুল সিদ্ধান্ত নেওয়া হবে না: বাণিজ্য উপদেষ্টা

অনলাইন ডেস্ক: বস্ত্র, পাট, বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, পাটশিল্পের মতো বস্ত্রখাতে কোনো ভুল সিদ্ধান্ত নেওয়া হবে না। আবেগের বশবর্তী না হয়ে বাস্তবমুখী পদক্ষেপের মাধ্যমে আমরা ১০০ বিলিয়ন ডলার রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জন করতে চাই। এই লক্ষ্য পূরণে শিল্প, একাডেমিয়া, নীতি সহায়তার সমন্বয় হতে হবে।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাজধানীর জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টারে (জেডিপিসি) ‘জাতীয় বস্ত্র দিবস-২০২৫’ উপলক্ষ্যে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বস্ত্র ও পাট উপদেষ্টা বলেন, ‘বস্ত্র শিল্প একটি কমোডিটি ইন্ডাস্ট্রি। এখানে কাঁচামালের দাম উৎপাদন ব্যয়ের প্রায় ৮০ শতাংশ। বাকি ২০ শতাংশ থেকেই মুনাফা করতে হয়। তাই এখানে দক্ষতার কোনো বিকল্প নেই। দক্ষতা উন্নয়নে ভুল হলে পুরো শিল্প পিছিয়ে পড়বে।’

টেক্সটাইল শিক্ষার মান ও শিল্পের চাহিদার ব্যবধান রয়েছে উল্লেখ করে তিনি বলেন, টেক্সটাইল শিক্ষা পুরোপুরি ফাংশনালধর্মী। কিন্তু একাডেমিয়া ও ইন্ডাস্ট্রির সংযোগ না হলে কর্মক্ষেত্রে দক্ষতা প্রদর্শনে শিক্ষার্থীরা পিছিয়ে পড়ে। মধ্যপ্রাচ্যের আছে ক্রুড অয়েল, আর আমাদের আছে ১৮ কোটি মানুষ। এই বিশাল জনগোষ্ঠীকে দক্ষ করে ‘রিফাইন’ করতে পারলে আমরা সমৃদ্ধির শিখরে পৌঁছাতে পারব।

Related Articles

Back to top button