জুলাই অভ্যুত্থানের সময় ইন্টারনেট বন্ধে সহায়তা: ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি হচ্ছেন জয়

অনলাইন ডেস্ক: জুলাই অভ্যুত্থানের সময় ইন্টারনেট ও ডিজিটাল যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে হত্যাকাণ্ড পরিচালনায় সহায়তার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং সাবেক আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি হতে যাচ্ছেন। ট্রাইব্যুনাল–সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই মামলায় তদন্ত কাজ শেষ হয়েছে এবং খুব শিগগিরই আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে।

প্রসিকিউশন জানায়, তিন সপ্তাহব্যাপী আন্দোলনের সময় পরিকল্পিতভাবে একাধিকবার ইন্টারনেট সেবা বন্ধ রাখার মাধ্যমে হত্যাকাণ্ড সংঘটনে সহায়তা করা হয়েছিল। বিশেষ করে ১৭ জুলাই মধ্যরাত থেকে ২৮ জুলাই পর্যন্ত মোবাইল ইন্টারনেট সম্পূর্ণ বন্ধ ছিল। পাশাপাশি ফেসবুক, হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন যোগাযোগ প্ল্যাটফর্ম বন্ধ থাকে মোট ১৩ দিন, স্বাভাবিক হয় ৫ আগস্ট থেকে।

জয়ের পাশাপাশি একই মামলায় সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধেও তদন্ত শেষ হয়েছে। প্রসিকিউশন বলছে, দুজনই সংগঠিত হত্যাকাণ্ডে সহায়তার অভিযোগের মুখোমুখি হচ্ছেন।

এ ছাড়া আরেক মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের প্রস্তুতি চলছে। আন্দোলন দমনে কারফিউ জারি ও সহিংসতা বাড়ানোর পরামর্শ দেওয়ার প্রমাণ পাওয়া গেছে বলে জানায় প্রসিকিউশন।

সবকিছু ঠিক থাকলে বৃহস্পতিবার অথবা আগামী সপ্তাহের যেকোনো দিন দুটি মামলাতেই আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করা হবে।

Related Articles

Back to top button