নির্বাচনকে ঘিরে জনমনে যে সন্দেহ তৈরি হয়েছে, তা অমূলক নয়: অলি আহমেদ

অনলাইন ডেস্ক: নির্বাচনকে ঘিরে জনমনে যে সন্দেহ তৈরি হয়েছে, তা অমূলক নয় বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি অলি আহমেদ। তার মতে, সরকারের পক্ষ থেকে সদিচ্ছার ঘাটতি স্পষ্ট। সোমবার (১ ডিসেম্বর) রাজধানীর মগবাজারে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে তিনি এসব কথা বলেন।
অলি আহমেদ বলেন, “নির্বাচন নিয়ে জনগণের যে উদ্বেগ, তা হাওয়ায় তৈরি হয়নি। নানা পদক্ষেপে সরকারের সদিচ্ছার অভাবই ফুটে উঠছে।”
২০২৪ সালের নির্বাচন প্রসঙ্গে তিনি দাবি করেন, সে সময় পুলিশের কাছ থেকে অস্ত্র লুট হওয়ার ঘটনা এবং কিছু পুলিশ সদস্যের অস্ত্র এদিক–ওদিক সরিয়ে দেওয়ার কারণে এখন সেগুলোর অস্ত্র জনসাধারণের হাতে চলে গেছে। তাঁর অভিযোগ, নির্বাচন সামনে রেখে এসব অস্ত্রের প্রদর্শন শুরু হলেও সরকার নীরব রয়েছে এবং সেগুলো উদ্ধারে কোনো উদ্যোগ চোখে পড়ছে না।
এলডিপি সভাপতি বিভিন্ন ব্যাংক থেকে ‘অন্যায়ভাবে চাকরিচ্যুত’ কর্মীদের মানবিক বিবেচনায় পুনর্বহালের দাবিও জানান।
দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, “দেশের অর্থনীতি ভালো নেই। বিদেশি বিনিয়োগও আসছে না। পরিস্থিতি চলতে থাকলে মানুষ আবার রাজপথে নামবে এবং সরকারকে ক্ষমতা ছাড়তে বাধ্য করবে।”
পুলিশের ভূমিকা নিয়ে সমালোচনা করে তিনি বলেন, “এ দেশের পুলিশ এখনো শেখ হাসিনার হয়ে কাজ করছে। ভারত থেকে বসে বিশৃঙ্খলা তৈরি করা হচ্ছে। প্রয়োজনে ভারতীয় দূতাবাসও বন্ধ করে দেওয়া হবে।”




